খুলনা ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বরিশাল থেকে যাত্রা করে গোপালগঞ্জে প্রবেশ করেছেন। বুধবার দুপুর ১টার দিকে তাদের গাড়িবহর কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জে পৌঁছায়। এই পদযাত্রা এনসিপির জুলাই মাসের পূর্বঘোষিত কর্মসূচির অংশ, যেখানে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় ও পথসভা করার পরিকল্পনা রয়েছে।
তবে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। এতে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসারসহ তিনজন আহত হয়েছেন।
এছাড়া এনসিপি নেতাদের গাড়িবহরের উপরও হামলার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গাড়িচালক আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
নাহিদ ইসলাম ছাড়াও গাড়িবহরে ছিলেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা। তারা গত তিন দিন ধরে বরিশাল অঞ্চলে টানা পদযাত্রায় অংশ নিয়ে স্থানীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার সকাল ৭টায় বরিশাল থেকে নাস্তা শেষে গাড়িবহরটি সড়কপথে রওনা হওয়ার কথা থাকলেও সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল ত্যাগ করে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১১টার মধ্যেই গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিল, তবে যাত্রাপথে নিরাপত্তাজনিত কারণে সময় কিছুটা পিছিয়ে যায়।
গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনা ও সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।