রবিবার, জুলাই ১৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জুলাই আন্দোলনের স্মরণে ব্যতিক্রমী আয়োজন, থাকবে গান, চলচ্চিত্র ও ড্রোন শো   * যশোরে কৌশলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   * ম্যালেরিয়ায় প্রাণ গেল রাঙামাটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর   * ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা কোটা শ্রীনিবাস রাও   * খুলনায় কোস্ট গার্ড-নৌ বাহিনীর যৌথ অভিযান, অস্ত্র-মাদকের চালান জব্দ   * ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’, তবে থাকবে না সরকারি ছুটি   * বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় নতুন অগ্রগতি, কয়েকটি বিষয়ে ঐকমত্য   * পোলার্ডের দানবীয় ইনিংসে নিউ ইয়র্ক ফাইনালে, আইপিএলের কোচে আবারও আগুন ঝরালো ব্যাট   * খুলনার ছয়টি আসনে প্রার্থী দেবে এনসিপি, শিববাড়ির পথসভায় ঘোষণা   * যশোরের লিতুন জিরা মুখ দিয়ে লিখে জিপিএ ৫, ইউএনও জানালেন শুভেচ্ছা  

   বিশেষ সংবাদ
ফুটপাত ধান্ধায় নাকাল রাজধানী,জনদূর্ভোগ আরো বাড়তির আশঙ্কা
  Date : 01-02-2024
Share Button

 

বিশেষ প্রতিবেদক
বরাবরের ফুটপাত ধান্ধায় নাকাল রাজধানী জুড়ে সদ্য ফের শুরু হয়েছে ফুটপাত খেকদের নয়া ফতোয়ায় (বাড়তি ধান্ধার নানা কলা-কৌশল) অপতৎপরতা। নানা অজুহাতে খেক চক্রের ফুটপাত ঢেলে সাজানোর ফতোয়া দিয়ে রাজধানীর ফুটপাতগুলোর তিল ঠাই টুকুও গিলে নতুনভাবে বাড়তি উৎকোচের চলছে যত ফন্দিফিকির। অন্যান্য এলাকার ফুটপাতগুলোর সাথে তা থেকে রেহাই পাচ্ছে না খোদ ডিএমপি’র মতিঝিলের বাণিজ্যিক এলাকাসহ অফিস পাড়ার মত ব্যস্ততমও গুরুত্বপূর্ণ গতানুগতিক বেদখল ফুটপাতগুলোও। এতে অন্যান্য এলাকার সাথে মতিঝিল অফিসপাড়ার জনদূর্ভোগের মাত্রা চরমে পৌছার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর তাই ওই সব জনদূর্ভোগের ফুটপাত বাণিজ্য নিয়ে বিশিষ্টজনদের মতামত ও অনুসন্ধানের ভিত্তিতে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব উপস্থাপন করা হলো।
বিশেষজ্ঞদের মতে,রাজধানী জুড়ে ইদানিং কতিপায় টাকার লোভী স্থানীয় নেতা ও পুলিশের আস্কারায় ওই কোটি টাকার চাঁদাবাজি কবলে বেদখল ফুটপাতগুলো ফের নতুন কায়দায় অবৈধভাবে ইজারা,ভাড়া ও হলিডে মার্কেটসহ বিভিন্নকালিন বাজারের নামে দৌরাত্ম শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের কতিপয় সদস্য ও নেতাদের নামে সপ্তাহ (সাপ্তাহিক চাঁদা) আদায়ের বেদখল ফুটপাতগুলো আরো বেপরোয়া ও যততত্রভাবে দখল করে তা জমজমাট বাজারে পরিণত করার মহোৎসব শুরু করেছে। তার নেপথ্যে রয়েছে লাইনম্যান নামধারী দালাল চক্র। যা জনদূর্ভোগ আরো চরমে পৌছার অশনি সংকেত । একইভাবেই ডিএমপির মতিঝিলের খোদ বাণিজ্যিক এলাকা ও অফিস পাড়ার মত গুরুত্বপূর্ণ ফুটপাতগুলো বেদখলে থাকা বরাবরের পথচারী ভোগান্তির ফুটপাতগুলোতেও ফের নতুন করে চলছে নানা ফতোয়ায় দখলযজ্ঞ। তবে ইদানিং নানা অজুহাতে চাঁদার হার ও বিক্রি,ভাড়ার টাকা বাড়ানোর জন্য নতুন ফতোয়া দিয়ে চলছে সারা ঢাকার মত মতিঝিলেও নতুনভাবে চলছে দখলদারিত্মের নানা দৌরাত্ব। ওই কোটি টাকা চাঁদার বাণিজ্য উন্নয়নের নামে ফুটপাতগুলো আরো চড়া দামে (ইঞ্চি-ফুট হিসেবে) বিক্রি ও রদবদলের মহড়া চলছে। আর তা থেকে রেহাই পাচ্ছে না অন্যান্য এলাকার ন্যায় মতিঝিলের সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানের গমনাগমনের পথ পর্যন্ত। এভাবে চলতে থাকলে অফিসপাড়া মারাত্মক ঝুকিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা। নাম প্রকাশ না করার শর্তে দিলকুশা ও ক্লাব পাড়ার একাধিক ব্যাবসায়ী জানায়,গোটা মতিঝিলের ফুটপাত জুড়ে শুরু হয়েছে উন্নয়নসহ নানা অজুহাতে নতুন দাখলদারিত্মের নানা কারসাজি।
পরিচয় গোপন রেখে নুরুল ইসলাম ও ছাদেক আলীর স্ত্রী শাহিনুর নামের ভিন্ন দুই লাইনম্যান নামধারী চাঁদাবাজের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মতিঝিলের গুরুত্বপূর্ণ ওই ফুটপাতগুলো দখল করে ১০-১২জন লাইনম্যান নামধারী একটি দালাল সিন্ডিকেট ওই চাঁদার বাণিজ্য সচল রেখেছেন। থানার ও ফাড়ির সাথে বরাবরের চুক্তি মোতাবেক ফুটপাতের দখলদারিত্ব ও চাঁদার বাণিজ্য চালিয়ে আসছেন তারা। আর ইদানিং ঢাকার অন্যান্য এলাকার সাথে তালি মিলিয়ে ওই দালল চক্রের সকলেই নেপথ্য হোতাদের রাজিখুশি করে সুনজর ও সাইনবোর্ড লাগানোর তৎপরতায়ই মতিঝিলের ফুটপাতগুলোতে চালাচ্ছে ফের চাঁদা বাড়ানোর নানা কৌশল।



  
  সর্বশেষ
জুলাই আন্দোলনের স্মরণে ব্যতিক্রমী আয়োজন, থাকবে গান, চলচ্চিত্র ও ড্রোন শো
যশোরে কৌশলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
ম্যালেরিয়ায় প্রাণ গেল রাঙামাটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর
৮৩ বছর বয়সে না ফেরার দেশে পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা কোটা শ্রীনিবাস রাও

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com