রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যারা সহিংসতা করবে তারাই আমেরিকার ভিসা নীতির মধ্যে পড়বে: সালমান এফ রহমান   * রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর   * ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান   * মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেব না   * এডিসি হারুন-সানজিদাসহ ফেঁসে যাচ্ছেন পাঁচজন   * বিআরটিএ’র সর্বাঙ্গে ব্যথায়,মলম দিবে কোথায় হোতার আস্কারায় ঘুষবাজরা যেন মহাবেপরোয়া   * পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা, ছাত্রলীগ পরিচয়ে পেলেন ছাড়া   * বাইডেনের সাথে সেলফি ও মাখোঁ`র ঢাকা সফর নির্বাচন নিয়ে পশ্চিমা চাপ কতটা কমাবে? -বিবিসি বাংলা   * জেলা প্রেসক্লাবের কমিটি গঠন রিপন-সভাপতি, আইয়ূব-সম্পাদক   * সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমলযোগ্য অপরাধ ছাড়া গ্রেপ্তারের সুযোগ নেই: আইনমন্ত্রী  

   জাতীয়
লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে : প্রধানমন্ত্রী
  Date : 04-06-2023
Share Button


অনলাইন ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি ও নিত্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে গেছে। এর প্রভাবে বর্তমানে মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘একদিকে দ্রব্যমূল্য মূল্যস্ফীতি আর অপরদিকে এখন বিদ্যুৎ নেই- এই দুটো কষ্ট আমার দেশের মানুষ পাচ্ছে। আর একবার যদি বিদ্যুতের পাখায় বাতাস খাওয়ার অভ্যাস হয়ে যায় তারপরে না পেলে তো আরও কষ্ট হয়ে যায়। এটাও তো বাস্তব কথা।’

রোববার (৪ জুন) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধনকালে সরকারপ্রধান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে সারা বিশ্বব্যাপী গ্যাস, তেল, কয়লা সবকিছুর দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না- এরকমই অবস্থা দাঁড়িয়েছে। যার জন্য আমি জানি এই গরমে মানুষের তো কষ্ট হচ্ছে।

কিন্তু আজকে এই যুদ্ধের কারণে সারা বিশ্বে প্রত্যেকটা দেশই কষ্ট পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধান বলেন, করোনাভাইরাস, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তার ওপর স্যাংশন-কাউন্টার স্যাংশনের ফলে বিশ্বব্যাপী প্রত্যেকটা পণ্যের মূল্য বেড়ে গেছে। জ্বালানির মূল্য বেড়েছে, গ্যাসের মূল্য বেড়েছে, খাদ্যপণ্যের মূল্য বেড়েছে।

শেখ হাসিনা বলেন, গম-চিনি যা কিছুই আমরা কিনতে যাচ্ছি সবকিছুর দাম বেড়েছে। যুদ্ধের কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে, সঞ্চালন ব্যয় বেড়ে গেছে। এমনকি বিদেশে আমরা যে ঋণ নিয়েছি তারা সুদের হার বাড়িয়ে দিয়েছে। যার ফলে আমাদের অর্থনীতির ওপর একটা চাপ আছে। সেটা মোকাবিলার জন্য আমাদের নিজেদেরও কিছু উদ্যোগ আছে।

যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোয় বিদ্যুৎ ব্যবহার কমিয়ে দেওয়ার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, গত শীতের সময় ইউরোপের দেশগুলো গরম পানি ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল, কারণ তার সবকিছু ইলেকট্রিসিটিতে চলে। বাজারে গেলে সীমিতভাবে কিনতে হবে, একটা পরিবার ৬টা ডিম, এক লিটারের বেশি তেল কিনতে পারবে না, তিনটার বেশি টমেটো কিনতে পারবে না- ঠিক এই অবস্থা ছিল তাদের।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখনো সেই অবস্থায় পড়েনি। ইনশাআল্লাহ পড়বেও না। তবে সেজন্য আমাদের দেশের মানুষকে একটা কাজ করতে হবে। আমি বারবার যেটা বলছি- আমাদের যত অনাবাদী জমি আছে সব জমি আমাদের চাষ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। আমাদের যত জলাধার আছে সেখানে মাছের চাষ করতে হবে। তাছাড়া মাছ, হাঁস-মুরগি, গরু-ছাগল যে যা পারেন সবাই কিছু না কিছু কাজ করবেন, উৎপাদন বাড়াবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া নীলফামারী প্রান্তে অন্যদের মধ্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৮০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে।

বর্তমানে ঢাকা-চিলাহাটি রুটে মালবাহী ট্রেন ও আন্তঃসীমান্ত ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করে।



  
  সর্বশেষ
প্রশাসনে চলছে রদবদল-টার্গেট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী সংসদ নির্বাচন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিনকে অব্যাহতি
এডিসি হারুন-সানজিদাসহ ফেঁসে যাচ্ছেন পাঁচজন
বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, এসেছে নতুন সিদ্ধান্ত

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com