বুধবার, জুলাই ২, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি   * কেরানিগঞ্জের সেই মামলাবাজ “আল মুজাহিদ সমিতি” ফের সক্রিয়   * যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে নিহত ৩   * বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন যশোরের রাশেদ খান   * আজ ৮৬ বছরে সৈয়দ আব্দুল হাদী, গানে গানে যিনি হয়ে উঠেছেন ইতিহাস   * ম্যান সিটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ল আল হিলাল   * শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উল্লাস পাল এখন প্রশাসন ক্যাডার   * সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল   * স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয়: জনগণের শক্তিতেই পরিবর্তনের আশা ড. ইউনূসের   * খুলনায় উত্তাল ছাত্র-জনতার আন্দোলন: পুলিশ কমিশনার অপসারণের দাবিতে রাজপথে বিক্ষোভ  

   সারাবাংলা
ভূবনমোহন পার্কে গ্যারেজ বানিয়ে টাকা তুলছেন বিএনপি নেতাকর্মীরা
  Date : 22-01-2025
Share Button

অনলাইন ডেস্ক:

রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কটি হয়ে উঠেছে মোটরসাইকেল গ্যারেজ। স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই এ গ্যারেজ গড়ে তুলেছেন। পার্কের ভেতরে শহীদ মিনারের সামনে এ গ্যারেজ বানানো হয়েছে।

এছাড়াও পার্কের ভেতরে বানানো হয়েছে জুতা-স্যান্ডেল ও চায়ের দোকান। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, সাইকেল গ্যারেজ বানানোর বিষয়টি তারা অবগত নয়।

রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র মালোপাড়ায় অবস্থিত পার্কটি আনুমানিক ১৯০০ সালে উন্মুক্ত করা হয়। ভাষা শহীদদের স্মরণে পার্কটিতে ১৯৫৩ সালে শহীদ মিনার নির্মাণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ রয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মালোপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ভূবনমোহন পার্কের প্রবেশপথে বসানো হয়েছে স্যান্ডেলের দোকান। পাশেই রয়েছে চায়ের দোকান। এরপর সারি করে রাখা হয়েছে মোটরসাইকেল। মোটরসাইকেল মালিকদের থেকে টাকা নিচ্ছিলেন মো. রবিন নামে এক যুবক। তিনি নিজেকে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল শেখ বনির ভাই বলে পরিচয় দেন।

ভূবনমোহন পার্কে গ্যারেজ বানিয়ে টাকা তুলছেন বিএনপি নেতাকর্মীরা জানান, দুই মাস ধরে প্রতিটি মোটরসাইকেল থেকে ১০ থেকে ২০ টাকা করে আদায় করছেন তারা কয়েকজন।

রবিনকে চাচাতো ভাই হিসেবে নিশ্চিত করে আরিফুল শেখ বনি বলেন, রবিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা সেখানে পার্কিং করা মোটরসাইকেল থেকে তাদের ফি আদায় করতে বলেছেন।

এ বিষয়ে নজরুল হুদা বলেন, কয়েক মাস আগে কয়েকজন যুবক তার কাছে গিয়ে ভূবনমোহন পার্কের গ্যারেজে মোটরসাইকেল পাহারা দেওয়ার জন্য অনুরোধ করেন। কারণ সেখানে রাখা মোটরসাইকেলের হেলমেট ও তেল চুরি হচ্ছে।

সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়েছিলেন কি না প্রশ্নে তিনি বলেন, স্থানীয় জনগণ তাদের নিরাপত্তা চায় বলে যুবকরা শুধু মোটরসাইকেল পাহারা দেওয়ার জন্য ফি আদায় করছে।

এদিকে ঐতিহাসিক পার্কটির বাণিজ্যিক ব্যবহারে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা শাখার সভাপতি আহমেদ শফি উদ্দিন। তিনি বলেন, অন্যান্য দেশে ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে নানা পদক্ষেপ নেওয়া হলেও এখানকার কর্তৃপক্ষ সেগুলো ধ্বংস করে দিচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন জানান, ভূবনমোহন পার্কে মোটরসাইকেল গ্যারেজের থেকে ফি আদায়ের বিষয়ে অবগত নই। বিষয়টি খতিয়ে দেখবো।



  
  সর্বশেষ
কেরানিগঞ্জের সেই মামলাবাজ “আল মুজাহিদ সমিতি” ফের সক্রিয়
যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে নিহত ৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন যশোরের রাশেদ খান
আজ ৮৬ বছরে সৈয়দ আব্দুল হাদী, গানে গানে যিনি হয়ে উঠেছেন ইতিহাস

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com