বুধবার, জুন ৭, ২০২৩
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিআরটিএ’র সর্বাঙ্গের ক্ষত,মলম দিবে কত ? সদরের হোঁতার আস্কারায় সার্কেলও এখন বেপরোয়া,হোঁতাসহ সদরের জালিয়াতি সিন্ডিকেটের   * কয়লা সংকটে বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র   * (ফলোআপ): -মহত্য বটে-সেই অন্তঃসত্ত্বার লাশ ছিনিয়ে নদীর চরে দাফন,এটাও একটা “গণকবর”   * রাজধানীতে প্রতারণার সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার   * অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন, গুজবে নষ্ট করা যাবে না   * লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে : প্রধানমন্ত্রী   * বাজেট বাস্তবায়ন সম্ভব নয় : ড. আহসান এইচ মনসুর   * ভারতে ভয়াবহ প্রানঘাতী ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২৮৮   * মিতু খুনে ৭ বছর পর গ্রেফতার কালু   * ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ  

   বিশেষ সংবাদ
ব্রয়লার মুরগির কেজি ১৯০-১৯৫ টাকায় বিক্রি হবে !
  Date : 24-03-2023
Share Button




পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি ১৯০-১৯৫ টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিয়েছে পোলট্রি খাতের বড় চার কোম্পানি। রোজা শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে এক বৈঠকে তাদের এই প্রতিশ্রুতি আসে। তাতে ব্রয়লার মুরগি পাইকারি পর্যায়ে ৪০ টাকার মতো কমতে যাচ্ছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, এখানে কাজী ফার্মসের মি. কাজী আছেন। উনারা আলোচনা করে সিদ্ধান্তে এসেছেন যে, উনাদের ফার্ম থেকে উনারা পাইকারিতে ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবেন। এখানে সিপি, আফতাব, প্যারাগন ছিল- তারাও একমত হয়েছেন।তবে ভোক্তাপর্যায়ে দাম কত হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি মহাপরিচালক। সফিকুজ্জামান বলেন, ভোক্তাপর্যায়ে কত হবে তার জন্য আমরা বাজারটা দুই-একদিন দেখব। আগে তারাই ২২০-২৩০ টাকায় বিক্রি করতেন। আজকে উনারা ৪০ টাকা কমালেন। ফলে ভোক্তাপর্যায়ে কয় হাত ঘুরছে, কী হচ্ছে তা দেখব আমরা, সারাদেশেই তা চেক করা হবে। এটা মে বি হতে পারে। আগে বলেছিলাম, ২০০-এর বেশি হতে পারে না। আমি নিশ্চিত হতে পারি মার্কেটের চাহিদা অনুযায়ী ২০-৩০ টাকার একটা প্রভাব পড়বে।
ব্রয়লারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ দর্শাতে এদিন শীর্ষস্থানীয় চার উৎপাদক কোম্পানিকে ডেকেছিল অধিদপ্তর। তাদের কারণ দর্শানো শেষে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে কাজী ফার্মসের কাজী জাহেদুল হাসান বলেন, ভোক্তা অধিকারের কাছে অনেক তথ্য ছিল, যা সঠিক না, আবার অনেক ভুল বোঝাবুঝি ছিল। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা যে কয়জন আছি, তাদের মধ্যে মতৈক্য হয়েছে যে রমজানে ব্রয়লারটা একটা নির্ধারিত দামে আমাদের ফার্ম থেকে বিক্রি হবে।পোলট্রি ইন্ডাস্ট্রি রমজানে সহনশীল পর্যায়ে দাম নির্ধারণের ব্যাপারে এগ্রি করলাম যে- এই চারজন রোজার মাসে অন্তত ১৯০ থেকে ১৯৫ টাকায় আমাদের ফার্ম থেকে বিক্রি হবে। খাবারের দাম কমলে আরও কমে বিক্রি হবে।ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, গত ৯ তারিখে সভা করে আমরা সরকারের কাছে আটটি রিকমেন্ডেশন দিয়েছি। এর পর বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের সভা হয়েছে। সেখানে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ছিলেন। তারা জানিয়েছেন, ব্রয়লারের উৎপাদন খরচ ১৬০-এর আশপাশে, খামারি পর্যায়েও তাই। এরই পরিপ্রেক্ষিতে চারটি বড় ব্রয়লার উৎপাদনকারী কোম্পানির সঙ্গে আমরা আজ বসেছিলাম। তারা জানিয়েছেন ফিডের দাম আবার বেড়েছে।সফিকুজ্জামান বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে, আমাদের কাছে সব তথ্য আছে। এতদিন আমরা ইন্টারভেনশন করিনি। এটা জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার। ঢাকার বাজারে কেজিপ্রতি ব্রয়লার ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।ব্রয়লারের দামের অস্থিরতা নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কাপ্তানবাজারে খোঁজ নিয়ে দেখলাম ২৪৯ টাকা কেজিতে ব্রয়লার বিক্রি হচ্ছে। সারাদেশ থেকে সকালে আমরা খোঁজ নিয়ে দেখেছি ফার্ম পর্যায়ে ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। সেটিই হাতবদল হয়ে খুচরা পর্যায়ে কোথাও ২৬০ কোথাও ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।



  
  সর্বশেষ
জজ কোর্টে আইনজীবীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
কয়লা সংকটে বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র
রাজধানীতে প্রতারণার সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার
অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন, গুজবে নষ্ট করা যাবে না

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com