খুলনা ডেস্ক:
যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় আশরাফুল ইসলাম বিপুল নামের ২৭ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে পরিকল্পিতভাবে তাকে ফোনে ডেকে নিয়ে হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলেও রাত ৯টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিপুল শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে এবং এসিআই গ্রুপের যশোর ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, বন্ধু বাপ্পীর তালাকপ্রাপ্ত স্ত্রী সুমাইয়াকে বিয়ে করায় বাপ্পী ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাপ্পী, যিনি ষষ্ঠীতলাপাড়ার স্যানিটারি মিস্ত্রি আব্দুল খালেকের ছেলে, বিপুলের পুরোনো বন্ধু ছিলেন। বছরখানেক আগে মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়ার সঙ্গে বিপুলের পরিচয় ও বিয়ে হয়। এরপর থেকেই বাপ্পী তাদের উভয়কে হত্যার হুমকি দিয়ে আসছিলেন এবং এলাকায় একাধিকবার বোমাবাজির ঘটনাও ঘটান।
নিহতের বাবা আখতার হোসেন অভিযোগ করেন, বাপ্পী ও তার সহযোগীরা কৌশলে ফোন করে ডেকে নেয় এবং ষড়যন্ত্রমূলকভাবে বিপুলকে কুপিয়ে জখম করে। সুমাইয়া জানান, বিয়ের পর থেকেই বাপ্পী ও তার পরিবার তাকে ও তার স্বামীকে বারবার হুমকি দিচ্ছিল। কয়েকবার থানায় অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।