রবিবার, জুলাই ১৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অপরাধ দমনে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু আজ থেকেই   * বৈষম্যবিরোধী আন্দোলন বিরোধী মামলায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর   * জুলাই আন্দোলনের স্মরণে ব্যতিক্রমী আয়োজন, থাকবে গান, চলচ্চিত্র ও ড্রোন শো   * যশোরে কৌশলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   * ম্যালেরিয়ায় প্রাণ গেল রাঙামাটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর   * ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা কোটা শ্রীনিবাস রাও   * খুলনায় কোস্ট গার্ড-নৌ বাহিনীর যৌথ অভিযান, অস্ত্র-মাদকের চালান জব্দ   * ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’, তবে থাকবে না সরকারি ছুটি   * বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় নতুন অগ্রগতি, কয়েকটি বিষয়ে ঐকমত্য   * পোলার্ডের দানবীয় ইনিংসে নিউ ইয়র্ক ফাইনালে, আইপিএলের কোচে আবারও আগুন ঝরালো ব্যাট  

   বিনোদন
বৈষম্যবিরোধী আন্দোলন বিরোধী মামলায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর
  Date : 13-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

চিত্রনায়িকা অপু বিশ্বাস জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ ১৩ জুলাই, রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামিনের আবেদন জানিয়ে অপু বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। এর আগে ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করলেন।

মামলাটি দায়ের করেছিলেন রাজধানীর ভাটারা এলাকার এনামুল হক নামের এক ব্যক্তি, যিনি ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। এরপর গত মার্চ মাসে ঢাকার আদালতে একটি মামলার আবেদন করেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

আদালতের নির্দেশে ভাটারা থানা-পুলিশ এ মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করে। মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী ক্ষমতাসীন দলকে অর্থ ও সমর্থন দিয়েছেন। এই মামলার তালিকায় রয়েছেন অপু বিশ্বাস ছাড়াও নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খানসহ আরও কয়েকজন তারকা।

এই মামলায় অপু বিশ্বাসের জামিন পাওয়া নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।



  
  সর্বশেষ
অপরাধ দমনে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু আজ থেকেই
বৈষম্যবিরোধী আন্দোলন বিরোধী মামলায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর
জুলাই আন্দোলনের স্মরণে ব্যতিক্রমী আয়োজন, থাকবে গান, চলচ্চিত্র ও ড্রোন শো
যশোরে কৌশলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com