বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের প্রয়াণের আট বছর পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট)। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার এই অবিস্মরণীয় নায়ক।
নায়করাজের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, সহকর্মী ও অগণিত ভক্তরা। স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা।
চিত্রনায়ক শাকিব খান, যিনি রাজ্জাককে অভিভাবকসম মনে করতেন, নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
"আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়। আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।"
নায়করাজের সঙ্গে শাকিব খানের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। একজন সিনিয়র অভিনেতা ও অভিভাবকের মতোই রাজ্জাক শাকিবকে পথ দেখাতেন বলে জানা গেছে। রাজ্জাকের মৃত্যুতে শাকিব খান গভীরভাবে মর্মাহত হন এবং আজও সেই শূন্যতা অনুভব করেন।
১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রাজ্জাকের ঢালিউডে যাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধের পর তার অভিনীত ‘মানুষের মন’ ছিল প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি, যা বক্স অফিসে সাফল্য পায় এবং একই সঙ্গে শুরু হয় ‘নায়করাজ রাজ্জাক’ যুগ।
দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান ভরসা ও আশার প্রতীক। আজকের দিনে, তার অসামান্য অবদানের কথা স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে পুরো চলচ্চিত্র পরিবার।