বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে সংঘর্ষে নিহত-১ আহত-২০   * ভাঙ্গায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নিহত-১   * প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে   * রাজউকে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত   * অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা   * ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা   * শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য   * কর্পোরেট গ্রুপে বাড়ছে ভ্যাট অব্যাহতির অপব্যবহার   * নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ রাজনৈতিক দল   * জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে“র কর্মকর্তা তৌহিদুল ইসলাম তুহিনের এতো সম্পদের উৎস কি?  

   বিনোদন
৮৩ বছর বয়সে না ফেরার দেশে পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
  Date : 13-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

তেলেগু চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ১৩ জুলাই রোববার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মাত্র তিন দিন আগেই তিনি উদযাপন করেছিলেন নিজের জন্মদিন।

চার দশকেরও বেশি সময় ধরে তিনি তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে গড়ে তুলেছেন এক সমৃদ্ধ ক্যারিয়ার। ১৯৭৮ সালে তেলেগু সিনেমা ‘প্রাণম খরিদু’র মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ৭৫০টিরও বেশি ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে অসাধারণ দক্ষতায় অভিনয় করেছেন। খলনায়ক, কমেডিয়ান কিংবা পার্শ্বচরিত্র—প্রতিটি ভূমিকাতেই ছিলেন দর্শকের প্রিয়।

২০০৫ সালে রাম গোপাল ভার্মার পরিচালনায় বলিউডে ‘সরকার’ ছবির ‘সিলভার মনি’ চরিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে হিন্দি ছবিতে। তাঁর উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আহা না পেল্লান্তা!’, ‘প্রতিঘাতনা’, ‘খাইদি নাম্বার ৭৮৬’ এবং ‘শিবা’। দুর্দান্ত অভিনয়গুণের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৫ সালে ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। এছাড়া, ৯টি নন্দী অ্যাওয়ার্ডসহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন কোটা শ্রীনিবাস রাও। ১৯৯৯ সালে তিনি অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে ২০০৪ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু চলচ্চিত্রজগতে। সহকর্মী, ভক্ত ও রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেতা বিষ্ণু মানচু এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “শব্দের ঊর্ধ্বে এক কিংবদন্তি। শ্রীকোটা শ্রীনিবাস গারুর মৃত্যু আমার হৃদয় ভারাক্রান্ত করেছে। একজন অসাধারণ অভিনেতা, বিরল প্রতিভাধর মানুষ; যিনি প্রতিটি চরিত্রে প্রাণ সঞ্চার করতেন। আমি তাঁর সঙ্গে বহু ছবিতে কাজ করেছি এবং তাঁর অভিনয় দেখে বড় হয়েছি। তাঁর শিল্প, হাসি ও আত্মা আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।”

তাঁর অবদান ভারতীয় চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে।



  
  সর্বশেষ
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য
কর্পোরেট গ্রুপে বাড়ছে ভ্যাট অব্যাহতির অপব্যবহার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com