খুলনা ডেস্ক:
রাঙামাটি জেলায় দীর্ঘ নয় বছর পর ম্যালেরিয়ায় একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাণ হারায় ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী সুদীপ্তা চাকমা। সে সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল সুদীপ্তা। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা বিষয়টি সাধারণ সর্দি-জ্বর ভেবে গুরুত্ব দেননি এবং কোনো প্রকার রোগনির্ণয় পরীক্ষা ছাড়াই স্থানীয়ভাবে চিকিৎসা চলতে থাকে। জ্বর না কমায় শুক্রবার পরীক্ষা করালে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। পরদিন শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার।
স্থানীয় ইউপি সদস্য সুচিত্র চাকমা জানান, পরিবারের সদস্যরা শুরুতে অসুস্থতাকে গুরুত্ব না দিয়ে চিকিৎসা বিলম্ব করায় এই পরিণতি হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরুণ চাকমা বলেন, ম্যালেরিয়ার মৃত্যুহার কমে যাওয়ায় মানুষ এখন আর এই রোগকে ভয় পায় না, ফলে সময়মতো চিকিৎসা নেয় না। তবে নতুন করে মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর চৌধুরী জানান, মেয়েটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তবে চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু ঘটে।
রাঙামাটি জেলার সিভিল সার্জন নূয়েন খীসা বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় ও মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকায় সুদীপ্তার মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর এটি জেলার প্রথম ম্যালেরিয়া সংক্রান্ত মৃত্যু।
এই ঘটনার মধ্য দিয়ে পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়ার ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে উঠে এসেছে।