খুলনা ডেস্ক:
১৫ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন, যা উদযাপন করবে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একসঙ্গে উপভোগ করা যাবে কনসার্ট, চলচ্চিত্র প্রদর্শনী এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রোন শো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরের আয়োজন হবে আরও বৃহৎ পরিসরে এবং বহুমাত্রিক সংস্কৃতি ও ইতিহাসচর্চার এক অনন্য মিলনমেলা। পুরো আয়োজনজুড়ে শ্রদ্ধা জানানো হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের এবং স্মরণ করা হবে সেই সময়ের সাহসী নারীদের অবদান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ‘উইমেন ডে কনসার্ট’-এ অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম। তাঁদের পরিবেশনায় থাকবে নারীজাগরণ, সাহস, প্রেম ও প্রতিবাদের গান।
চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রদর্শিত হবে চারটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র: ‘জুলাই উইমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’ ও ‘জুলাই বীরগাঁথা’। প্রতিটি চলচ্চিত্রেই ফুটে উঠবে সেই ঐতিহাসিক সময়ের প্রেক্ষাপট, সংগ্রাম এবং সাহসী মানুষের গল্প।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের প্রত্যক্ষ সাক্ষী ও অংশগ্রহণকারী ব্যক্তিরা, শহীদ পরিবার এবং বিশিষ্ট বুদ্ধিজীবীরা, যারা স্মৃতিচারণ করবেন সেই সময়ের চিত্র তুলে ধরে।
সন্ধ্যার এই অনুষ্ঠান শেষ হবে রাত ১০টায় একটি দৃষ্টিনন্দন ড্রোন শো দিয়ে, যা শহীদ মিনার আকাশজুড়ে আলোর খেলা ও প্রযুক্তির মুগ্ধতা ছড়িয়ে দেবে। দর্শনার্থীরা ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির এক অপূর্ব সম্মিলন উপভোগ করতে পারবেন পুরো আয়োজনে।