খুলনা ডেস্ক:
অপরাধ ও সন্ত্রাস দমনে সরকার আজ ১৩ জুলাই থেকেই শুরু করেছে দেশব্যাপী চিরুনি অভিযান। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক পাচার ও মব সহিংসতা—এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযান বা চিরুনি তল্লাশি আজ থেকেই শুরু হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে। জনগণের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি সাধারণ জনগণকে এই অভিযানে সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে সচেতন ও সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, সরকার চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধ নির্মূলে প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। চিরুনি অভিযানের অংশ হিসেবে শহর ও গ্রামাঞ্চলে একযোগে তল্লাশি ও ধরপাকড় চলবে।
সরকারের এই সিদ্ধান্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণে অপরাধমুক্ত সমাজ গঠনে এই উদ্যোগ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।