খুলনা ডেস্ক:
মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন। তার বাবা মাহমুদ হাসান চৌধুরী খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ জুন) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রোববার তার গলব্লাডারের অপারেশন সম্পন্ন হয়, কিন্তু পরে জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।
মরহুম মাহমুদ হাসান চৌধুরীর নামাজে জানাজা আজ মঙ্গলবার খুলনা নগরীর শামসুর রাহমান রোডের পারিবারিক বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী মাহাবুবা চৌধুরী, কন্যা জেবুন্নেসা কেয়া ও জান্নাতুল ফেরদৌস পিয়া, পুত্র মাহাবুব আবদুল্লাহ চৌধুরী, নাতি অ্যারেস ফারুক হাসান, নাতনী জুরাইরিয়া এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাবার মৃত্যুসংবাদ পেয়ে অভিনেত্রী পিয়া জান্নাতুল ঢাকার সব কাজ বাতিল করে দ্রুত খুলনায় ছুটে যান। তার পরিবারের পক্ষ থেকে মাহমুদ হাসান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, জান্নাতুল পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হন এবং ২০০৮ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু হয়। ২০১২ সালে `চোরাবালি` সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সফল অভিনয়জীবনের পাশাপাশি তিনি একজন পেশাদার আইনজীবী হিসেবেও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে থাকেন।