মিজানুররহমান লিটন:
রাজধানীর কাফরুল থানাধীন বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে জন্মদিন উপলক্ষে নাস্তার দাওয়াতে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরকে বেধড়ক মারধর এবং অপহরণের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মা সোনিয়া রহমান তিথী থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২ জুলাই সকালে অনুরাগ বসু নামের এক তরুণের জন্মদিন উপলক্ষে রাইয়ান হাসান নামে এক কিশোর তার বন্ধু ফাহিম শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিজয় রাকিন সিটির এ-৬, টি-২-০৩-০৩ নম্বর ফ্ল্যাটে যান। সেখানে উপস্থিত কয়েকজন যুবক—ফারহান ইবনে মনির হিরক, আহানাফ আকিব, আহাদ চৌধুরী, ইফতেখার চৌধুরীসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি—রাইয়ানকে প্রথমে রুম পরিষ্কার করতে বলে। রাজি না হওয়ায় তারা রাইয়ানকে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে আক্রমণ করে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা কিশোর রাইয়ানের চোখে ঘুষি, পিঠে বেল্টের বকলেস দিয়ে আঘাত এবং ধারালো খুর দিয়ে পিঠ ও কোমরে উপর্যুপরি কোপ দেয়। এমনকি হত্যার উদ্দেশ্যে মাথায় কাঁচের গ্লাস ছুঁড়ে মারতে গেলে সে নিজেকে রক্ষা করতে গিয়ে হাতে আঘাত পায়। এ সময় অনুরাগ বসুও কাঁচের টুকরোয় আহত হন।
এজাহারে আরও জানানো হয়, হামলার পর কিশোরটিকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে আল-হেলাল হাসপাতালের সামনে পৌঁছালে তার চিৎকারে ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনগণ এগিয়ে আসে। অভিযুক্তরা পালিয়ে যায় এবং পথচারীরা রাইয়ানকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। পরে তাকে চিকিৎসার জন্য আজমল হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়।
ভুক্তভোগী কিশোরের মা বলেন, “ঘটনার ভয়াবহতায় আমরা হতবাক। ছেলের জীবননাশের আশঙ্কা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং এজাহার গ্রহণপূর্বক প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।