খুলনা ডেস্ক:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। মহাসড়কটির জরুরি সংস্কারের দাবিতে খুলনার নাগরিক সমাজের পক্ষ থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ খুলনায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু দীর্ঘ সময় ধরে অবহেলিত থাকা এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে করে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, টানা বৃষ্টির কারণে সংস্কারকাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। যদিও ইতোমধ্যে ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী সরবরাহ করা হয়েছে, তবে আবহাওয়ার কারণে কাজ শুরুর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, বৃষ্টি কমলেই দ্রুত ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের কাজ শুরু হবে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর সভাপতি শেখ মো. নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে মহাসড়কের দুরবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, যা খুলনা-সাতক্ষীরা অঞ্চলের নাগরিকদের চলাচলে স্বস্তি ফেরাবে।