খুলনা ডেস্ক:
ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত–১ এর বিচারক মাকসুদুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ফরিদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। আদালত তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। একই মামলায় রাজবাড়ীর বাদশা শেখ নামের একজনকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় একজন বাদে সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশের পাহারায় তাঁদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আয়নাল মোল্লার ছেলে শওকত মোল্লা ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে শহরের মোল্লাবাড়ি সড়কের ধানখেতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দুদিন পর, ১৬ নভেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন শওকতের বাবা।
মামলার অভিযোগে বলা হয়, শওকতকে শ্বাসরোধে হত্যা করে তাঁর দেড় লাখ টাকা মূল্যের ইজিবাইক এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। মামলার তদন্ত ও সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত দোষীদের বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান বলেন, বর্তমানে ইজিবাইক ছিনতাইকে কেন্দ্র করে খুনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হবে।