শনিবার, নভেম্বর ১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের   * ভাঙ্গায় মাদ্রাসা কর্মচারীকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেল   * আবদুল আউয়াল মিন্টু পেলেন ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার–২০২৫’ সম্মাননা   * ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই   * বাংলাদেশ রেজোনেয়ারের সাইবার বুলিং বিষয়ে সচেতনতামূলক সেমিনার   * নড়িয়ায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিপন পেদার আগমন উপলক্ষে গণসংযোগ   * ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা   * ওষুধ উৎপাদনের ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা   * ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার ব্যাপক জনসমর্থন   * সুপার এনামেল ওয়্যার-এ শতশত কোটি টাকার ভ্যাট ফাঁকি !  

   অপরাধ-দূর্নীতি
নাকোলে শতবর্ষী বিদ্যালয়ে হামলা, প্রধান শিক্ষক আহত
  Date : 15-09-2025
Share Button

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের শতবর্ষী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনীর হোসেনের দপ্তরে ঢুকে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করে দুই শতাধিক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীদের মধ্যে ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান সাইমন, যুবদল নেতা মিরান হত্যা মামলার পলাতক আসামি মহব্বত, নাকোল ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম, সানরাইজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, এসিড ও হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী কুতুবউদ্দিন লাভলু, স্থানীয় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীসহ আরও অনেকে।

হামলার সময় নাকোল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক ও আরও দুই পুলিশ সদস্য শিক্ষক মুনীর হোসেনকে রক্ষার চেষ্টা করলেও হামলাকারীদের আঘাতে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে ফাঁড়িতে নিয়ে যায়, সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা জামান ও লিপি বেগমসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারী ক্লাস টেনের ছাত্রছাত্রীদের ওপর হামলা চালিয়ে পরীক্ষা বাতিল করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই এই হামলায় কিছু শিক্ষার্থীকেও ব্যবহার করা হয়েছে।

হামলাকারীরা বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে ল্যাপটপ, ক্রীড়া সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর করে এবং ড্রয়ারে রাখা ৫ হাজার টাকা চুরি করে নেয়। পরে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মান্নান জোর করে প্রধান শিক্ষকের চেয়ারে বসেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ে চলমান প্রায় চার কোটি টাকার দুর্নীতির তদন্ত ও মামলাকে ঠেকাতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, দুর্নীতির দায় এড়াতেই সহিংসতা সৃষ্টি করা হয়েছে।

১৯০১ সালে প্রতিষ্ঠিত নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়টি সম্প্রতি উন্নতির পথে এগোচ্ছিল। ঠিক সেই সময়েই পলাতক প্রাক্তন চেয়ারম্যান ও দুর্নীতি মামলার প্রধান আসামি হুমায়ুন রশিদ মুহিতের অনুসারীরা তথাকথিত ছাত্রদল, বিএনপি, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ অংশগ্রহণে এই হামলা চালায় বলে অভিযোগ স্থানীয় শিক্ষাপ্রেমীদের।

ঘটনার পর বিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।



  
  সর্বশেষ
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com