অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং আমাদের সবার ওপর ফরজ দায়িত্ব। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ইউনিট পর্যায়ের নেতৃত্বসহ সর্বস্তরের জনশক্তিকে মাঠে আপসহীন ভূমিকা রাখতে হবে
শুক্রবার (২০ জুন) রাজধানীর উত্তরায় উত্তরা মডেল থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংগঠনের প্রাণ হচ্ছে ইউনিট। তাই কেন্দ্রীয় কাঠামোকে শক্তিশালী করতে ইউনিট পর্যায়ের সংগঠনকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছাতে দায়িত্বশীলদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দাওয়াতি কার্যক্রমের ব্যাপক বিস্তার এখন সময়ের দাবি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশে নির্বাচনী পরিবেশ তৈরির আভাস দেখা যাচ্ছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এ সময় ইসলামপন্থিদের ঘরে বসে থাকার সুযোগ নেই। ইসলামী বিপ্লবের লক্ষ্যে সবাইকে মাঠে সৈনিকের ভূমিকায় নামতে হবে।
তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি দাওয়াতি তৎপরতা, জনসম্পৃক্ততা এবং মিডিয়া ব্যবস্থাপনায় আরও দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানান।
উত্তরা মডেল থানার আমির অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি বদিউজ্জামানের সঞ্চালনায় সভায় দারসুল কুরআন পেশ করেন মাওলানা ড. কামরুল হাসান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, থানার নায়েবে আমীর হারুনুর রশীদ তারেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান।