শনিবার, জানুয়ারী ২৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঘুষকান্ডে প্রশ্নবোধক হয়ে উঠছেন এসআই ইমানুর   * কারওয়ানবাজার থেকে সরিয়ে দেওয়া হলো অবরোধকারীদের   * দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো   * এবার কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প   * স্কুল ব্যাংকিংয়ে আমানত কমছে   * ভূবনমোহন পার্কে গ্যারেজ বানিয়ে টাকা তুলছেন বিএনপি নেতাকর্মীরা   * বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল   * আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা   * জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস   * আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য: ট্রাম্প  

   জাতীয়
শাহ আমানতে পৌনে এক কেজি সোনা নিয়ে অভিনেত্রীসহ আটক ২
  Date : 07-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে এক কেজি সোনাসহ নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) ও মোহাম্মদ রায়হান ইকবাল (৩০) নামে দুই যাত্রীকে আটক করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। এরমধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা ৫৪৩ গ্রাম এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।

আটক অনামিকা রাজধানী ঢাকার শাহ আলী থানার মিরপুর সেকশন ১ ডি ব্লক ৯নম্বর রোডের ১০ নম্বর বাড়ির মনজুরুল কবিরের স্ত্রী এবং রায়হান ইকবাল চট্টগ্রামের রাউজান থানার গহিরা ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। এরমধ্যে অনামিকা একজন নাট্যাভিনেত্রী এবং দুই যাত্রীই নিয়মিত দুবাই যাওয়া আসা করেন বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, দুবাই থেকে আসা যাত্রী অনামিকা জুথি দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইন তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো দুই যাত্রী হাতব্যাগে বহন করছিলেন বলে জানান তিনি।

তিনি বলেন, দুই যাত্রী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন। বাজুসের তথ্য অনুসারে জব্দ করা স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা বলে জানান তিনি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইটটি সকাল ৮টা ৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও প্রায় ৪৮ মিনিট বিলম্বে ৯টা ৩৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। দুবাই থেকে আসা কানেক্টিং ফ্লাইটটি ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১১টা ৩৪ মিনিটে শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে।



  
  সর্বশেষ
আওয়ামী ছত্রছায়ায় মেঘনা গ্রুপের মোস্তফা কামালের নেতৃত্বে মেঘনা নদী দখল ॥ জেলা প্রশাসক রহস্যজনক ও অন্যায় পথ অবলম্বন করছে মেঘনা গ্রুপকে বাঁচাতে (পর্ব ২)
আওয়ামী ছত্রছায়ায় মেঘনা গ্রুপের মোস্তফা কামালের নেতৃত্বে মেঘনা নদী দখল
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com