|
মগবাজার ফ্লাইওভারে ছিনতাইকারীদের গোপন ‘সুড়ঙ্গ’ |
|
|
|
|
|
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মগবাজার ফ্লাইওভারের একটি গোপন সুড়ঙ্গ থেকে তিন নারীসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা ৩টার দিকে আকবর (১৯) নামে এক ছিনতাইকারী ফ্লাইওভারের কারওয়ানবাজার রেম্বো ক্রসিংয়ের ওপর থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন। এর আগে গত বুধবার রাতে একই স্থান থেকে এই ছিনতাই চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, ওই ফ্লাইওভারের নিচের সুড়ঙ্গের মতো খালি জায়গাকে ছিনতাইকারীরা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। ছিনতাইয়ের পর এখানে তারা লুকিয়ে থাকে, আর ফ্লাইওভারের নিচ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে তারা নিরাপদে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেত। গ্রেপ্তার আকবর বলেন, আমরা ওই সুড়ঙ্গে বসে মাদক সেবন করি এবং ছিনতাইয়ের পর সেখানে লুকিয়ে থাকি। আমার সঙ্গে থাকা নাসরিন, রানী ও শেফালীকে পুলিশ আটক করেছে। হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, মগবাজার ফ্লাইওভারে বিশেষ কায়দায় সুড়ঙ্গ তৈরি করে ছিনতাই করত চক্রটি। গত বুধবার মৌচাক মালিবাগ ফ্লাইওভারে এক ব্যক্তিকে কুপিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার রাতে সেখান থেকে ভিকটিমকে উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে আবারও অভিযান পরিচালনা করে সেখান থেকে আরও দুই নারীকে আটক করা হয় এবং আকবর নামে এক যুবক ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আহত হন। তাকেও আটক দেখানো হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|