শুক্রবার, মে ৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুন্দরবনে চোরা শিকারের অভিযান ভেস্তে গেল, ৪২ কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ   * এক রাতেই দুই খামারে ভয়াবহ ধ্বংস: লাখো টাকার মাছ ও মুরগির বাচ্চা নিধন   * কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার   * বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করলেন মেয়ে   * ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী   * ভারত-পাকিস্তানের যত যুদ্ধ   * যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ সাত পুলিশ সদস্য   * দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে   * চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার   * আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ  

   অপরাধ-দূর্নীতি
এক রাতেই দুই খামারে ভয়াবহ ধ্বংস: লাখো টাকার মাছ ও মুরগির বাচ্চা নিধন
  Date : 08-05-2025
Share Button

দেশের দুই জেলায় এক রাতেই দুইটি খামারে দুর্বৃত্তদের ভয়াবহ নাশকতায় ক্ষতির মুখে পড়েছেন খামার মালিকরা। কুষ্টিয়ার দৌলতপুরে একটি মৎস্য খামারের তিনটি পুকুরে বিষ প্রয়োগে মারা গেছে প্রায় ৭০ লাখ টাকার মাছ। অপরদিকে, বগুড়ার আদমদীঘিতে একটি পোলট্রি খামারে সহস্রাধিক মুরগির বাচ্চা পদদলিত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই দুই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বেনজির আহমেদ বাচ্চুর মালিকানাধীন তিনটি পুকুরে এই ঘটনা ঘটে। মাছ চাষের জন্য বিখ্যাত এই অঞ্চলে পাঙাশ, তেলাপিয়া, রুই, মৃগেল ও চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল।

মাছ চাষি রতন আলী জানান, তিনটি পুকুরের আয়তন প্রায় ছয় বিঘা। প্রতিটি পুকুরে শত শত মণ মাছ ছিল যার অনেকের ওজন ছিল ৮ থেকে ১২ কেজি পর্যন্ত। বুধবার ভোরে পুকুরের পানিতে ভেসে থাকা মৃত মাছ দেখতে পান স্থানীয়রা।

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ বলেন, “পুকুরের পানি ও কাদা পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে। এতে অক্সিজেন ঘাটতিতে মাছগুলো মারা গেছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত চলছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা।

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া এলাকায় পান্না পোলট্রি ফার্মে মঙ্গলবার রাতেই এ ঘটনা ঘটে। ফার্মের মালিক হারুনুর রশিদ জানান, ফার্মে এক হাজারের বেশি ১৫ দিন বয়সী মুরগির বাচ্চা ছিল। রাতে দুর্বৃত্তরা খামারের বেড়া কেটে ভেতরে ঢুকে পদদলিত করে বাচ্চাগুলো মেরে ফেলে।

তিনি বলেন, “সন্ধ্যায় খাওয়ানোর পর খামার বন্ধ করে বাসায় যাই। রাত সাড়ে ১১টার দিকে কেয়ারটেকার এসে দেখতে পান সব বাচ্চা মরে পড়ে আছে।”

এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেন হারুনুর রশিদ। তাঁর স্ত্রী শবনম মোস্তারি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আদমদীঘি থানার এসআই আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

দুই জেলার এই হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



  
  সর্বশেষ
বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ হলো
ট্রান্সশিপমেন্টের বাইরে: ভারতের মাধ্যমে রপ্তানি কার্গোর প্রকৃত কারণগুলো খতিয়ে দেখা
কেওয়াটখালী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে ভয়ানক অনিয়ম
সড়ক পরিবহন আইন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com