খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ১২টার দিকে মুখোশধারী পাঁচ ডাকাত এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী রুহুল কুদ্দুস সরদার জানান, ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। রাত গভীরে কালো কাপড়ে মুখ ঢাকা পাঁচজন ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। তারা তাকে শারীরিকভাবে আঘাত না করলেও হাত-পা বেঁধে ফেলে এবং ঘরে থাকা ৮৫ হাজার টাকা ও প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়।
রুহুল কুদ্দুস বলেন, “আমার বাড়ি একটু নির্জন জায়গায়। আশপাশে তেমন কেউ নেই। এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। ডাকাতির পর সারারাত হাত-পা বাঁধা অবস্থায় বারান্দায় পড়ে ছিলাম। সকালে স্ত্রী ও মেয়ে এসে আমাকে উদ্ধার করে।”
ডাকাতদের কারও মুখ না দেখা গেলেও ভুক্তভোগীর মতে, দুইজন কথা বলেছিল এবং তাদের ভাষা ছিল এলাকার সাধারণ ভাষার চেয়ে আলাদা।
এ ঘটনায় আমাদী পুলিশ ক্যাম্প থেকে উপপরিদর্শক (এসআই) ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রুহুল কুদ্দুসের ছেলে সেনাবাহিনীতে কর্মরত। তিনি ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন এবং বাড়ি ফিরে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন তার পরিবার।