খুলনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শিববাড়ি মোড়ে ছাত্র ও জনতা একটি অবরোধ কর্মসূচি পালন করেছেন। ২০২৫ সালের ৯ মে, শুক্রবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেয় এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন এবং রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদকারীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। “আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আওয়ামী লীগ ব্যান চাই”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”—এই ধরনের স্লোগান শোনা যায় সমাবেশ জুড়ে।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো দীর্ঘ ১৬ বছর ধরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। তারা দাবি করেন, ৫ আগস্টের পর দলটির রাজনৈতিক বৈধতা আর নেই এবং অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
এ ধরনের প্রতিবাদ কর্মসূচি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিচ্ছে।