ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ধাক্কা খেল আন্তর্জাতিক ক্রিকেট। সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (PSL)। এই অবস্থায় বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ (১০ মে) দেশে ফিরছেন।
প্রথমে পরিকল্পনা ছিল, যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে তাঁদের ফিরিয়ে আনা হবে। তবে এর মধ্যেই PSL-এর ভেন্যু পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সে অনুযায়ী, রিশাদ ও নাহিদও অন্যান্য বিদেশি খেলোয়াড়দের সঙ্গে দুবাইতে গিয়েছিলেন।
কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় এখন PSL পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় প্রিমিয়ার লিগ (IPL)–ও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সবশেষ খবর অনুযায়ী, আজ দুপুর ১২টায় দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন রিশাদ ও নাহিদ। বিকেল ৫টার মধ্যে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে তারা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় দ্রুত তাদের ফেরার ব্যবস্থা করা হয়েছে।