অনলাইন ডেস্ক:
দিনাজপুরের বোচাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কেল্টি রানী রায় (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বেলা ১২টা দিকে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের দেউর গ্রামে এ ঘটনা ঘটে।
কেল্টি রানী রায় উপজেলার দেউর স্কুল পাড়ার মৃত সুভেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টা দিকে দেউর পশ্চিম কান্দরে ধানক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দেওয়ার জন্য সুইচ দিতে গিয়ে কেল্টি রানী বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনা স্থলে তিনি মারা যান।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিদ্যুৎস্পৃষ্ট এক নারীর মৃত্যু হয়েছে।