খুলনা ডেস্ক:
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
এর আগে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে নেমেছিল শিক্ষার্থীরা। তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। দুপুরের পর থেকে ধীরে ধীরে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সব প্রবেশপথ। ফলে সচিবালয়সংলগ্ন সড়কে যান চলাচল একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিকেল পৌনে ৪টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে সচিবালয়ের ভেতরে ও আশপাশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
পদত্যাগ ও দায়বদ্ধতার দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ হিসেবে শিক্ষাসচিবকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট মহলে চলছে জোর তৎপরতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি চলছে।