খুলনা ডেস্ক:
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দিয়েছেন। মামলার তিনজন প্রধান আসামিই বর্তমানে পলাতক, যার ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।
তিনটি মামলার মধ্যে একটি মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, আরেকটিতে শেখ হাসিনা ও তার ছেলে জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও মেয়ে পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানির জন্য সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ১১ আগস্ট।
২০২৫ সালের জানুয়ারিতে দায়ের করা এসব মামলায় দুদকের অভিযোগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে নিজের এবং পরিবারের সদস্যদের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যা নিয়মবহির্ভূত এবং দুর্নীতির শামিল। অভিযোগে আরও বলা হয়, যাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তারা প্রকৃতপক্ষে আবেদনের যোগ্য ছিলেন না। এই বরাদ্দের মাধ্যমে সরকারি সম্পদের অপব্যবহার এবং প্রশাসনিক অনিয়ম সংঘটিত হয়েছে বলে মনে করছে দুদক।
এই মামলাগুলোর বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মামলাগুলোর অগ্রগতি ও রায় ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।