খুলনা ডেস্ক:
রাজধানীর শাহবাগ মোড়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ অবরোধ কর্মসূচি, যার ফলে আশপাশের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। এই অবরোধ করছে ‘জুলাই যোদ্ধারা’, যাঁরা ‘জুলাই সনদ’-এর চূড়ান্তকরণের দাবিতে রাজপথে নেমেছেন। পুলিশ জানিয়েছে, শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার ফলে পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়েছে এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
‘জুলাই সনদ’ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে দ্বিতীয় দফার আলোচনা করছে এবং আজকের মধ্যেই একটি চূড়ান্ত খসড়া প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে এখনো পূর্ণাঙ্গ ঐক্যমত তৈরি হয়নি। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খসড়া সনদের কয়েকটি ধারার বিষয়ে আপত্তি জানিয়েছে। বিশেষ করে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রথম দুই বছরের মধ্যেই সংস্কার বাস্তবায়নের যে প্রস্তাব রয়েছে, তা নিয়েই মূলত বিতর্ক তৈরি হয়েছে। দলগুলোর দাবি, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী আইনি কাঠামো প্রয়োজন।
অন্যদিকে বিএনপি বলেছে, তারা খসড়া সনদের প্রস্তাবনার সঙ্গে মোটামুটি একমত। তবে বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া এটি ফলপ্রসূ হবে না বলেও মত দিয়েছে তারা। আন্দোলনকারীরা বলছেন, এই সনদের মধ্য দিয়েই দেশে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য রাজনৈতিক রূপরেখা প্রতিষ্ঠা করা সম্ভব।
এই চলমান অবরোধের ফলে রাজধানীজুড়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। যানজটের কারণে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। শাহবাগের মত গুরুত্বপূর্ণ মোড়ে এমন অবরোধ পরিস্থিতি রাজধানীর সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করছে। ‘জুলাই সনদ’ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যার সমাধান নির্ভর করছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফলের ওপর।
এই অবরোধ ও রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে, যদি সব পক্ষ একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে সক্ষম হয়।