রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভাঙ্গায় মাদ্রাসা কর্মচারীকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেল   * আবদুল আউয়াল মিন্টু পেলেন ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার–২০২৫’ সম্মাননা   * ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই   * বাংলাদেশ রেজোনেয়ারের সাইবার বুলিং বিষয়ে সচেতনতামূলক সেমিনার   * নড়িয়ায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিপন পেদার আগমন উপলক্ষে গণসংযোগ   * ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা   * ওষুধ উৎপাদনের ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা   * ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার ব্যাপক জনসমর্থন   * সুপার এনামেল ওয়্যার-এ শতশত কোটি টাকার ভ্যাট ফাঁকি !   * বাহুবলে লাল তীর সীড কোম্পানির ধানবীজ ‘সুপার-৬০’ নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত  

   অর্থ-বাণিজ্য
আবদুল আউয়াল মিন্টু পেলেন ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার–২০২৫’ সম্মাননা
  Date : 26-10-2025
Share Button

স্বপন কুমার সিং :

বাংলাদেশের কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী অবদান রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বিশিষ্ট কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু। তাঁকে ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার (টিএপি)–২০২৫’ পুরস্কারে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন (ডব্লিউএফপিএফ)।

গত বুধবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েন্স শহরে অনুষ্ঠিত ‘বোরলগ ডায়ালগ’ সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হয়। ফাউন্ডেশনটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় বৈশ্বিক খাদ্যব্যবস্থা ও কৃষি উদ্ভাবনের উৎকর্ষ সাধনে প্রতিবছর এই আয়োজন করে থাকে।

ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভাবনী নেতৃত্ব ও টেকসই কৃষি উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে প্রতিষ্ঠার ৩৯ বছর পূর্তিতে বিশ্বের ৩৯ জন শীর্ষ কৃষি উদ্ভাবক ও উদ্যোক্তার নাম ঘোষণা করা হয়; তাঁদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত হন আবদুল আউয়াল মিন্টু।

কৃষি ও খাদ্যব্যবস্থার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং স্থানীয় কৃষিপণ্যের বাজার সৃষ্টি—এই তিন ক্ষেত্রে তাঁর কাজকে বিশেষভাবে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। আবদুল আউয়াল মিন্টু দেশের সুপরিচিত লাল তীর সিড লিমিটেড ও লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড–এর প্রতিষ্ঠাতা। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত লাল তীর সিড এখন দেশের মোট বীজ চাহিদার প্রায় ৩০ শতাংশ সরবরাহ করছে এবং অন্যতম শীর্ষ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এ দুটি প্রতিষ্ঠানই মাল্টিমোড গ্রুপের অঙ্গসংস্থা।

২০১১ সালে তিনি লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য মাংস ও দুধ উৎপাদন বাড়ানো। প্রতিষ্ঠানটি জেনেটিকভাবে উন্নত ষাঁড় থেকে উচ্চমানের বীর্য উৎপাদন করে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে জ্ঞান বিনিময়ের মাধ্যমে পশুপালনে উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখছে।

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশের কৃষি খাতে দীর্ঘদিন ধরে উদ্ভাবন, প্রযুক্তি ও গবেষণায় অবদান রেখে আসছেন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে তাঁর কাজ এখন অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন,“এই অর্জন কেবল আমার নয়, বাংলাদেশের কৃষক, গবেষক ও তরুণ উদ্যোক্তাদের সম্মিলিত প্রয়াসের ফল। আমরা চাই বাংলাদেশের কৃষি আরও উদ্ভাবননির্ভর, টেকসই ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক হোক।”



  
  সর্বশেষ
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com