খুলনা ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল, ১৪ মে ২০২৫, চট্টগ্রাম সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর। সফরকালে তিনি অংশ নেবেন একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং চট্টগ্রাম বন্দর পরিদর্শন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ড. ইউনূস এ সফরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি নিজ পৈতৃক গ্রাম—হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া—পরিদর্শনে যাবেন, যা তার শিকড়ের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করবে।
চট্টগ্রামে পৌঁছার পর তিনি বন্দর এলাকা পরিদর্শন করবেন এবং এনসিটি-৫ প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। সেখানে তিনি বন্দর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংগঠন ও বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি যাবেন চট্টগ্রাম সার্কিট হাউজে, যেখানে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।
এই সেতু প্রকল্পটি চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলাসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের লাখো মানুষের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. মুহাম্মদ ইউনূসের এই সফর শুধু চট্টগ্রামবাসীর জন্য নয়, পুরো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা বহন করছে।