অনলাইন ডেস্ক:
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কারাবাও কাপের সেমিফাইনালে করেছিলেন হ্যাটট্রিক। তিনদিনের মাথায় প্রিমিয়ার লিগে একই প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করলেন গ্যাব্রিয়েল হেসুস। অর্থাৎ দুই ম্যাচে ৫ গোল হলো ব্রাজিলিয়ান তারকার।
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোল উৎসবে মেতেছিল আর্সেনাল। ম্যাচটি তারা জিতেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট চেলসির। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।
দাপট দেখিয়ে খেলা ম্যাচে ষষ্ঠ মিনিটে হেসুসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্যালেস অবশ্য দ্রুতই লড়াইয়ে ফিরেছিল। ১১ মিনিটে সমতা ফেরান সার।
তবে এর তিন মিনিট পরই হেসুস নিজের দ্বিতীয় গোলটি করেন। ৩৮ মিনিটে ৩-১ করেন কাই হাভার্টজ। ৬০ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি আর ৮৪ মিনিটে ডেক্লান রাইসের গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে আর্সেনাল।