রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার   * উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক   * আফতাবনগরে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৩   * শ্রীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট   * বংশালে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার   * আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিকদের যৌন হয়রানির অভিযোগ   * শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা   * চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা   * ইরানে বাস খাদে পড়ে নিহত ১০   * শর্ত লঙ্ঘন করায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি  

   খেলাধূলা
বুটের আঘাতে পিএসজি গোলকিপারের মুখে মারাত্মক জখম
  Date : 19-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

মাঠে আরও এক নির্মমতা। অনাকাঙ্ক্ষিত, তবে মেনে নেওয়া ভীষণ কষ্টের। গতকাল বুধবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ঘটলো এমনই এক বীভৎস ঘটনা।

বুধবার স্টেড লুইস স্টেডিয়ামে মোনাকোর বিপক্ষে খেলতে নেমে মারাত্মক ইনজুরির শিকার হয়েছেন পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে ইতালিয়ান গোলরক্ষকের মুখ।

ম্যাচের ১৭ মিনিটের ঘটনা। বল নিয়ে পিএসজির গোলবার অভিমুখে ছুটছেন মোনাকোর ডিফেন্ডার উইলফ্রাইড সিঙ্গো। বল ঠেকাতে এগিয়ে আসেন গোলকিপার দোন্নারুম্মা। তার কাছাকাছি গিয়ে শট নেন সিঙ্গো। মোনাকা ডিফেন্ডারের শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক।

এরপর কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই ঘটে দুর্ঘটনা। শট নিয়ে নিজের গতিকে নিয়্ন্ত্রণ করতে পারেননি সিঙ্গো। দোন্নারুম্মাকে টপকে যেতে চেয়েছিলেন। কিন্তু আইভরি কোস্টের এই ডিফেন্ডারের বুট সরাসরি আঘাত করে দোন্নারুম্মার ডান পাশের চোখে নিচে।

সিঙ্গোর বুটের নিচে থাকা স্পাইকের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় দোন্নারুম্মার মুখের ডানপাশ। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঝরতে শুরু করে রক্ত। তাৎক্ষণিকভাবে রক্তঝরা ঠেকাতে কেটে যাওয়া অংশে ১০টি স্টাপল লাগিয়ে জোড়া লাগানো হয়। পরবর্তীতে মাঠ ছাড়েন তিনি।

এই ঘটনার পর কোনো কার্ড দেখেননি আগেই হলুদকার্ড দেখা সিঙ্গো। রেফারি ধরে নেন, সিঙ্গোর আঘাতটি ইচ্ছেকৃত ছিল না। ৫ মিনিট পর পুনরায় খেলা শুরু করেন রেফারি।

৪-২ ব্যবধানে পিএসজির জয়ের পর সিঙ্গোর কোনো কার্ড না দেখা নিয়ে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয় কোচ লুইস এনরিককে। জবাবে পিএসজি কোচও স্বীকার করেন, এমন সময় সিদ্ধান্ত দেওয়া রেফারির জন্যও কঠিন ছিল।

বিবিসিকে এনরিকে বলেন, ‘আমার কিছু করার নেই। আমি ঘটনাটি দেখিনি। কিন্তু যখন আপনি এমন কোনো ঘটনা দেখবেন, তখন সত্যিই এটি (সিদ্ধান্ত দেওয়া) কঠিন। খেলোয়াড়রা ইচ্ছেকৃতভাবে আঘাত করেন না। এমন ম্যাচে রেফারির জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। যদিও আমি রেফারি নিয়ে কথা বলছি না।’



  
  সর্বশেষ
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com