অনলাইন ডেস্ক:
ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ৭ ম্যাচেই ৭টিতে জিতেছে ঢাকা মেট্রো। সর্বশেষ আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগকে ১৭ রানে হারিয়েছে তারা। এতে পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলটপার হিসেবেই গ্রুপপর্ব শেষ করেছে ঢাকা মেট্রো।
সিলেট একাডেমি মাঠে গ্রপপর্বের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৮ রান তোলে ঢাকা মেট্রো। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তুলতে পারে চট্টগ্রাম।
ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শামসুর রহমান শুভ। ৩ চারের সঙ্গে হাঁকান ১ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ বলে ৫১ রান করেন মার্শাল আইয়ুব। জোড়া ফিফটিতেই দেড় শতাধিক রানের সংগ্রহ তোলে ঢাকা মেট্রো।
জবাবে দিনে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৪৬ রান করেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। ২৭ বলে ৪৪ রান করেন সাদিকুর রহমান। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ২০ বলে ১৭ রান। বাকিদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তিনে আছে চট্টগ্রাম। বরিশাল ও ঢাকা বিভাগের ম্যাচে খুব বেশি পার্থক্য না হলে এনসিএলের দ্বিতীয় রাউন্ড খেলা অনেকটাই নিশ্চিত চট্টগ্রামের।
এনসিএলে টেবিলের সেরা দুটি দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুটি দল খেলবে ইলিমিনেটর।
ইলিমিনেটরে বিজয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলগুলো খেলবে ফাইনাল।