অনলাইন ডেস্ক:
লঙ্কা টি-টেন লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের দল গল মার্ভেলসকে ৪ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমানের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স। এতে বিদায় হয়ে গেছে গল মার্ভেলসের; ফাইনালে উঠে গেছে বাংলা টাইগার্স।
এর আগে প্রথম কোয়ালিফায়ারে হেরে যায় বাংলা টাইগার্স। যে কারণে ফাইনালের ওঠার জন্য তাদের একমাত্র পথ ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার জয়।
অন্যদিকে ইলিমিনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফাই খেলার যোগ্যতা অর্জন করে গল মার্ভেলস। শেষমেশ ফাইনালে ওঠা হয়নি সাকিবের দলের। টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপার দুই ধাপ আগেই বিদায় নিতে হয় গল মার্ভেলসকে।
আজ বৃহস্পতিবার ফাইনালে জাফনা টাইটানসের মুখোমুখি হবে হাম্বানটোটা বাংলা টাইগার্স।
বুধবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯০ রান করে গল মার্ভেলস। জবাবে ৪ উইকেট হাতে রেখে ৭ ওভারেই ম্যাচ জিতে নেয় বাংলা টাইগার্স।
গল মার্ভেলসের হয়ে এদিন ভালো করতে পারেননি সাকিব আল হাসান। ৯ বলে ১২ রান করে আউট হন তিনি। ৪ বল খেলে সাকিবের সমান রান করেন উইকেটরক্ষক ব্যাটার লাহিরু উদারা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন মুভিন সুভাসিংহা। নিচের দিকে ৭ বলে ১১ রান করেন প্রবাত জয়সুরিয়া।
৯১ রানের লক্ষ্য তাড়ায় বাংলা টাইগার্স জিতলেও ভালো করতে পারেননি মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমান। মাহিশ থিকসানার প্রথম বলেই এলবিডব্লিউ হন সাব্বির (১ বলে ০)। ২ বলে ৪ রান করে জহুর খানের বলে বোল্ড হন মোসাদ্দেক।
সাব্বিরদের দল জেতাতে বড় অবদান রাখেন শিবন দানিয়েল। ১৭ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার কুশল পেরারা ১০ বলে ২২ ও অধিনায়ক দাসুন শানাকা ৮ বলে ২০ রান করেন। এতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলা টাইগার্স।