মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভেজাল ক্যাবলসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশাল রাজস্ব ফাঁকি   * আমেরিকাসহ তিন দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল   * জামাই-বউয়ের পুকুর ডাকাতিতে ন্যুজ মৎস্য গবেষণা ইনস্টিটিউট   * জুলাই-আগস্ট গণহত্যার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি   * মুখ খুললেন খামেনি   * খাদ্য মন্ত্রণালয়ের কোটিপতি ড্রাইভার সাইফুলের ‘মোল্লা বনাজী’র ভয়ংকর ফাঁদ   * রসায়নে নোবেল পেলেন গুগলের দুই বিজ্ঞানীসহ ৩ জন   * ১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ৫০ হাজার কোটি টাকা   * আ. লীগ শাসনামলে চরফ্যাশন-মনপুরার ত্রাসের সাম্রাজ্যের সম্রাট ছিলেন জ্যাকব   * সম্পদের নেশায় মজে থাকা পুলিশের ডিআইজি জামিল  

   খেলাধূলা
রান দরকার হলেই ব্যাট ধার করেন অভিষেক
  Date : 08-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গিয়ে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এই হার হজম করতে বেশ কষ্টই হয়েছে শুবমান গিলদের। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফেরে ভারতীয়রা। ১০০ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে তারা।

গতকাল রোববার হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের সামনে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ার পর স্বাগতিকদের ১৩৪ রানে অলআউট করে দিয়েছে ভারত।

ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন অভিষেক শর্মা। ৪৭ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই সিরিজের প্রথম ম্যাচ দিয়েই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় তার। যদিও এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ভারতীয় ওপেনার।

গতকালের ম্যাচে অভিষেক ছাড়া ৪৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড়। আর ২২ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেন রিংকু সিং।

আগের ম্যাচ হেরে যাওয়ার কারণে এই ম্যাচে বেশ চাপই অনুভব করছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে মনে কোনো ভয় নিয়ে খেলেননি তারা। বরং আক্রমণাত্মক ব্যাটিং করে রানপাহাড়ে চড়েছেন তারা।

ম্যাচের পর জিম্বাবুয়ের বোলারদের বিধ্বস্ত করা সেই ব্যাটের গোপন রহস্য জানিয়েছেন অভিষেক। ভারতীয় এই অলরাউন্ডার জানান, এই ব্যাট তিনি সতীর্থ গিলের কাছ থেকে ধার নিয়েছেন। আর নিজের ভালো বন্ধুর কাছ থেকে ব্যাট নিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে রানের হালখাতা খুলেছেন অভিষেক।

গিল-অভিষেক দুই জনই দীর্ঘদিন একসঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলেন। তাদের দু`জনের মেন্টরও এক; সাবেক কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। যে কারণে সতীর্থের কাছে ব্যাট ধার চাইতে কোনো ধরনের দ্বিধায় পড়তে হয় না অভিষেককে।

ম্যাচ শেষে অভিষেক বলেন, ‘আমি আজ শুবমানের (গিল) ব্যাট নিয়ে খেলেছি। আমি আগেও এটি করেছি। যখনই আমার রানের প্রয়োজন হয়, আমি তার ব্যাট ধার চাই।’



  
  সর্বশেষ
ইসলামী ব্যাংকে এস. আলমের বিশ্বস্ত এমডি বহাল তবিয়তে অপ্রীতিকর পরিস্থিতির আশংকা
ভেজাল ক্যাবলসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশাল রাজস্ব ফাঁকি
আমেরিকাসহ তিন দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
জামাই-বউয়ের পুকুর ডাকাতিতে ন্যুজ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com