রবিবার, মে ১১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মোংলা বন্দরের সঙ্গে রেল সংযোগ না থাকায় আগ্রহ হারাচ্ছেন নেপালি ব্যবসায়ীরা: ঢাকায় নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত   * যুদ্ধ উত্তেজনায় স্থগিত PSL, আজ বিকেলেই দেশে ফিরছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন   * খুলনায় ছাত্র ও জনতার বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিববাড়ি মোড়ে অবরোধ কর্মসূচি   * সুন্দরবনে চোরা শিকারের অভিযান ভেস্তে গেল, ৪২ কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ   * এক রাতেই দুই খামারে ভয়াবহ ধ্বংস: লাখো টাকার মাছ ও মুরগির বাচ্চা নিধন   * কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার   * বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করলেন মেয়ে   * ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী   * ভারত-পাকিস্তানের যত যুদ্ধ   * যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ সাত পুলিশ সদস্য  

   অপরাধ-দূর্নীতি
ফতুল্লার আদর্শনগরে বাড়ছে বিভিন্ন অপরাধ ও রক্তক্ষয়ী সংঘর্ষ
  Date : 31-08-2023
Share Button

স্টাফ রিপোর্টার:

নানা অপরাধমুলক কর্মকান্ডকে কেন্দ্র করে নারায়নগঞ্জ জেলার ফতুল্লাথানার অন্তর্গত আদর্শনগরদৌলতপুর এলাকায় বেড়ে চলেছে রক্তক্ষয়ীসংঘর্ষের সংখ্যা। সম্প্রতি এলাকার আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের তিনশিক্ষার্থীকে দৌলতপুর এলাকায় ধরে নিয়ে মারধর  জখম করাকে কেন্দ্রকরে বড় ধরনের সংঘর্ষের পর বিষয়টি আরো আলোচনায় উঠে আসে। 

সরেজমিনে গিয়ে  এলাকায় লোকজনের সাথে কথা বলে জানা গেছেগত২১ আগষ্ঠ তারিখে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে চিহ্নিত সাজ্জাত হোসেনশাকিল হোসেনমিনহাজশান্তমেহেদিমুন্নাসিয়ামমানিকআরফাননাসিরসহ আরো পনের বিশজন মিলে সোমবার বিকেলে আহসান উদ্দিনউচ্চ বিদ্যালয়ের সামনে উক্ত বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে হঠাৎপিছন থেকে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে জখম করে। এরপর উক্তকিশোরগ্যাং বাহিনী জিহাদজুবায়ের  শিপন নামের তিন শিক্ষার্থীকেদৌলতপুর এলাকায় ধরে নিয়ে আটকে রাখে এবং আরো মারধর করে।শিপনকে মারধরের পর জোর করে ভয় দেখিয়ে সাজ্জাদের কিশোর গ্যাংয়েব্যবহৃত দেশীয় অস্ত্র হাতে ধরিয়ে এ্যকশন মুলক ছবি তুলে রাখে। বিষয়টিনিয়ে বাড়াবাড়িনা করতে শিক্ষার্থীকে হুমকি প্রদান করে। বাকিরা জীবনবাচাঁতে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়।  ঘটনা জানার পর এলাকায়সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে  আতঙ্ক বিরাজ করতে থাকে। 

পরবর্তীতে সাহস করে উত্তেজিত জনতাদের মধ্যে কয়েকজন উল্লেখিতশিক্ষার্থীদের মারধরের কারণ জানতে দৌলতপুর যায়। প্রতিবাদীদের মধ্যেছিলো রাতুল হোসেননয়ন হোসেনতারেকইমন হোসেনতানজিদহোসেন। তারা দৌলতপুর গিয়ে সাজ্জাদ গ্যাংদের কাছে উল্লেখিতশিক্ষার্থীদের মারধরের কারণ  ধরে নিয়ে আসার বিষয় জানতে চাইলেসাজ্জাদ কিশোরগ্যাংয়ের লিডার মোঃ ইব্রাহিম  হ্রদয়সহ ৩০-৪০ জনসন্ত্রাসী কায়দার লোক তাদের উপরও দেশীয় অস্ত্রসহ   আক্রমণ করে।ইব্রাহীম সিন্ডিকেটের কাছে অস্ত্র  লাঠিসেটা থাকায় রাতুল হোসেননয়নহোসেনতারেকইমন হোসেনতানজিদ হোসেন  অন্যান্যরা রক্তক্ষয়ীআক্রমণে জখমসহ মারাত্মক আহত হয়। 

ভুক্তভোগীদের ভাষ্যমতেকিশোর গ্যাংয়ের প্রধান ইব্রাহিম রাতুলকে চাপাতিদিয়ে মাথায় মেরে ফেলার জন্য কোপ মারেসাজ্জাদ ধারালো ছোরা দিয়েইমনের মাথায় কোপ মারেগ্যাংয়ের অন্য সদস্য হ্রদয় লোহার পাইপ দিয়েনয়নের ডান পায়ে আঘাত করে এবং তানজিদকে কাঠের ডাসা দিয়েগ্যাংয়ের সদস্যরা মিলে ব্যাপক মারধর করে। এতে রাতুল এবং ইমন এরমাথা ফেটে মারাত্মকভাবে জখম  আহত হয় এবং বাকিদেরও মারাত্মকভাবে মারধর করে জখম করে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় মানুষজনএগিয়ে যায় এবং আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা করানো হয়। ঘটনারতাৎক্ষণিক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লে পরবর্তীতে ক্ষিপ্ত এলাকাবাসী  তাদেরবন্ধুরা উত্তেজিত হয়ে গ্যাংয়ের প্রধান ইব্রাহিমকে মারাত্মকভাবে মারধর করেজখম করে। ইব্রাহিম পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়। 

 বিষয়ে উভয় পক্ষ ফতুল্লা থানায় মামলা দায়ের করে। উক্ত গ্যাংয়েরপ্রধান ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে মাদকসহ একাদিক সামাজিকঅপরাধমূলক কান্ডে মামলা রয়েছে। 

কিছুদিন পূর্বে উক্ত গ্যাংমাদক ব্যবসাকে কেন্দ্র করে পশ্চিম দেলপাড়ার হাজীমোঃ কাশেম আলীর ছেলে শাকিলকে পরিকল্পিত ভাবে হামলা করেমারাত্মক ভাবে আহত করেপরে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করানোহয় এবং  বিষয়ে তার বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়েরকরেন। 

আহত শাকিলের সাথে কথা বলে জানা যায় যেমামলা তুলে নেওয়ার জন্যতাকে  তার পরিবারকে নানাভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে।এলাকাবাসী জানিয়েছেইব্রাহিম তার গ্যাং মাদক ব্যবসার সাথে জড়িত।থানায়  সংক্রান্ত মামলা রয়েছে এবং এদের সহযোগী এর আগে গ্রেফতারহয়েছে  

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ইব্রাহিম গ্যাংয়ের কেউ কথা বলেনি।



  
  সর্বশেষ
বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ হলো
ট্রান্সশিপমেন্টের বাইরে: ভারতের মাধ্যমে রপ্তানি কার্গোর প্রকৃত কারণগুলো খতিয়ে দেখা
কেওয়াটখালী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে ভয়ানক অনিয়ম
সড়ক পরিবহন আইন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com