শনিবার, জুলাই ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সংসারের ভরসা ছিল ইমন, গোপালগঞ্জের সহিংসতায় ঝরল ১৭ বছরের প্রাণ   * মেহেরপুরের গাংনীতে টানা বৃষ্টিতে সড়ক ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি   * ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৪ জনের প্রাণহানি   * ফরিদপুরের পদযাত্রায় অংশ নিতে খুলনা ত্যাগ করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা   * গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৩   * গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ১৪৪ ধারা জারি করল প্রশাসন   * গোপালগঞ্জে পৌঁছেছে এনসিপি নেতারা, পথে উত্তেজনা ও হামলার ঘটনা   * নির্বাচন কমিশনের শিডিউল তালিকায় ‘নৌকা’ ফেরায় আসিফ মাহমুদের তীব্র সমালোচনা   * সচিব পদে পদোন্নতি পেয়ে দুদকের দায়িত্বে মোহাম্মদ খালেদ রহীম   * প্রযুক্তির ছায়ায় ম্লান খুলনার ঐতিহ্যবাহী ক্লাব জীবন  

   বিনোদন
নজরুলের গান এবার ব্যান্ড স্টাইলে: ৩১ মে মানিক মিয়া এভিনিউতে জমকালো কনসার্ট
  Date : 24-05-2025
Share Button

বাংলাদেশের সংগীতাঙ্গনে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে নজরুল ইনস্টিটিউটের ব্যতিক্রমী উদ্যোগ। দেশের শীর্ষস্থানীয় ১০টি জনপ্রিয় ব্যান্ডকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘নজরুল কনসার্ট ২০২৫’ এবং এর সঙ্গে প্রকাশ পাবে নজরুল সংগীতভিত্তিক একটি বিশেষ অ্যালবাম। ৩১ মে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই অনন্যসাধারণ কনসার্ট অনুষ্ঠিত হবে, যার আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।

এই আয়োজনে অংশ নিচ্ছে সোলস, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর—দেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে আলোচিত নামগুলো। তারা পরিবেশন করবে কাজী নজরুল ইসলামের চিরকালীন প্রাসঙ্গিক উদ্দীপনামূলক গান, যেগুলো যুগে যুগে সংগ্রামী মানুষের মনে আগুন জ্বালিয়েছে।

কনসার্টটি শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত পর্যন্ত। এতে থাকছে নজরুলের বিদ্রোহী কবিতার আবৃত্তিও। উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সরয়ার ফারুকী। দর্শকদের জন্য এই অনুষ্ঠান সম্পূর্ণ উন্মুক্ত ও বিনামূল্যে উপভোগযোগ্য।

একই দিনে প্রকাশ পাবে বিশেষ নজরুল অ্যালবামটি, যাতে থাকবে ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘শিকলপরা ছল্’, ‘পরদেশী মেঘ’, ‘জয় হোক জয় হোক’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, এবং ‘জাগো অনশন-বন্দী’-র মতো কালজয়ী গান। প্রতিটি গানই মূল কথা, সুর ও স্বরলিপির নির্দেশনা অনুসরণ করে রেকর্ড করা হয়েছে যাতে গানগুলোর মূল আবেদন অক্ষুণ্ণ থাকে।

এই প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুলসংগীত বিশেষজ্ঞ ইয়াকুব আলী খান, যিনি পুরো অ্যালবাম তৈরির প্রক্রিয়ায় কঠোর নজরদারি রেখেছেন যেন গানের গঠন ও ভাবের কোনো বিকৃতি না ঘটে। গানগুলো শোনা যাবে নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, গীতিকবি লতিফুল ইসলাম শিবলী জানিয়েছেন, জাতীয় কবির গান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বারবার মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। তাই নতুন প্রজন্মকে তার চেতনায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিরও একটি অংশ।

নজরুলের চিরতরুণ গানগুলো যখন নতুন করে ব্যান্ড সংগীতের ছোঁয়ায় উপস্থাপিত হবে, তখন তা শুধু শ্রোতাদেরই নয়, সমগ্র সাংস্কৃতিক পরিমণ্ডলকেও নাড়া দেবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।



  
  সর্বশেষ
সংসারের ভরসা ছিল ইমন, গোপালগঞ্জের সহিংসতায় ঝরল ১৭ বছরের প্রাণ
মেহেরপুরের গাংনীতে টানা বৃষ্টিতে সড়ক ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৪ জনের প্রাণহানি
ফরিদপুরের পদযাত্রায় অংশ নিতে খুলনা ত্যাগ করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com