খুলনা ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে করে চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। রাতের বেলায় ঝুঁকি আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃষ্টির কারণে সড়কের অনেক স্থানে পাশ ধসে পড়েছে। অটোভ্যান, পাখিভ্যান, ট্রাক, মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে এসব ভাঙা রাস্তা দিয়েই। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সতর্কতার অংশ হিসেবে কেউ কেউ লাঠির মাথায় লাল কাপড় বেঁধে ভাঙা অংশ চিহ্নিত করছেন।
স্থানীয় বাসিন্দা মো. আবির হোসেন বলেন, "বৃষ্টিতে রাস্তার পাশ ধসে গেছে। দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। যানবাহন চলাচলে মানুষ কষ্ট পাচ্ছে।" একইভাবে, সোহেল আহমেদ জানান, “রাস্তাগুলো অনেক জায়গায় ভেঙে গেছে, এখনও সংস্কার হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
অটোচালক সাব্বির আহমেদ বলেন, “রাতে ভাঙা জায়গা বোঝা যায় না। হঠাৎ পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সঠিকভাবে মেরামত করা হলে প্রতিবছর এ ধরনের দুর্ভোগের মুখে পড়তে হতো না।” ট্রাকচালক জীবন লিটন আলীর ভাষায়, “দিনে কিছুটা বোঝা গেলেও রাতে ভাঙা জায়গা চোখে পড়ে না। এতে করে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।”
এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, “উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক মেরামতের কাজ শুরু করা হবে।” স্থানীয়দের দাবি, দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হোক।