হাসান মাসুদ রানা, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় জোরপূর্বক বাড়ি দখলে ব্যর্থ হয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কতিপয় লোকজনের বিরুদ্ধে।
ঘটনা সূত্রে জানা যায়, পূর্ব লামাপাড়া এলাকার গোলজার হোসেন (৫০) কুতুবপুর মৌজায় ০৮/১১/২০০৪ইং তারিখে ৫ শতাংশ জমি খরিদ করে ভাড়াটিয়াদের নিকট হতে ভাড়া আদায় এবং ২১ বৎসর যাবত ভোগদখল করে আসছে। কিন্তু একই এলাকার জুম্মন সরদার`র পুত্র মনু (৫৫), কালা চাঁন (৪২) এবং আলী আহাম্মদ (৪৫), পিতা-মৃত সাবু মিয়া, উভয় সাং-নয়ামাটি, ছালাম (৫৪), পিতা-অজ্ঞাত, সাং-পূর্ব লামাপাড়া, পোঃ ও থানা ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জগণ এবং আরোও অজ্ঞাত নামা ১০/১২ জন জোরপূর্বক ভাবে তাদের একটি সাইনবোর্ড গাড়িয়া দেয় বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে ভুক্তভোগী গোলজার হোসেন বলেন, সাইনবোর্ড লাগানোর সময় তাদেরকে বাধা প্রদান করলে মনু পিস্তল দ্বারা আমাকে গুলি করার উদ্দেশ্যে এগিয়ে এসে আমাকে পিস্তলের বাট দিয়া পিঠের মধ্যে আঘাত করে এবং তার ভাই কালাচান বলে গুলি করে দে, আলী আহাম্মদ এবং ছালাম আমাকে লাঠি দ্বারা বাড়ী দেয় এবং অশ্লিল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
তিনি আরও বলেন, এ ঘটনার বিষয়ে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানালে বিবাদীগণ উক্ত সংবাদ পেয়ে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে আমার বসত বাড়ীতে এসে আমাকে আবারো পিস্তল, দা, জেনী, লোহার রড, লাঠি-সোটা ইত্যাদি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ীতে প্রবেশ করে আমাকে হত্যা করার চেষ্টা করে এবং বিবাদীগণ আরোও হুমকি প্রদান করে যে, উক্ত ঘটনার ব্যাপারে আইনের আশ্রয় নিলে খুন করে ফেলবে।
তিনি বলেন, এমতাবস্থায় এখন আমি ও আমার পরিবার বর্গ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের ভয়ে মানবেতর জীবন যাপন করছি।
এঘটনায় গোলজার হোসেন গত বুধবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
গোলজার হোসেন জানিয়েছেন, এরই মধ্যে উক্ত বিবাদী পক্ষ তাদের বিরুদ্ধে নতুন কৌশল করে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন এস পি অফিসে। তিনি বলেন, তারা নিজেরাই অপরাধ করে এবং নিরীহ মানুষদের নিজেরাই আবার হয়রানি করতে ষড়যন্ত্র করছেন।