অনলাইন ডেস্ক:
নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ফাতেমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে রয়েছেন তার স্বামী আবদুর রহিম (৩৩)।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আবদুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ আবদুর রহিমকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে ফাতেমা-রহিম দম্পতি একসঙ্গে বিষপান করেন। রাতে আশপাশের লোকজন টের পেয়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার ফাতেমাকে মৃত ঘোষণা এবং রহিমকে জেলা সদর হাসপাতালে পাঠান।
পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহিমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই আছে। বুধবার ঝগড়ার এক পর্যায়ে উভয়ে বিষপান করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।