হাসান মাসুদ রানা: ওয়ারেন্টের কথা বলে মুক্তিযোদ্ধার সন্তানকে আটক করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে দেওয়ানগঞ্জ থানার তদন্ত ওসি আনোয়ার’র বিরুদ্ধে।
গত ২৫শে মার্চ তারিখে ওয়ারেন্টের কথা বলে এক মুক্তি যোদ্ধার সন্তানকে থানায় ৬ ঘন্টা আটকে রেখে ৫ লক্ষ টাকার বিনিময়ে রফা দফার অভিযোগ উঠেছে উক্ত থানার এএসআই মাসুদ করিম খান ও তদন্ত ওসি আনোয়ারের বিরুদ্ধে। এই কাজটির সাথে প্রতিপক্ষের ইন্ধন জড়িত রয়েছে বলেও একটি সূত্র থেকে জানাগেছে।
জানাগেছে, রফাদফা কাজে তদন্ত ওসি আনোয়ারকে সহায়তা করেন এএসআই মাসুদ করিম খাঁন। ঘটনা সূত্রে জানা যায়, এই মাসুদ করিম’র মাধ্যমে তদন্ত ওসি আনোয়ার দেওয়ানগঞ্জ থানায় গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
ওসি আনোয়ার’র বিষয়ে জেলা পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, এবং আইজিপি-কে অবগত করা হলেও কোনো আশাব্যাঞ্জক সুরাহা পাওয়া যাচ্ছে না বলেও জানাগেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর কেউকেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তদন্ত ওসি আনোয়ার এই থানায় আসার পর থেকে এধরনের ঘটনা বাড়তে শুরু করেছে। প্রশাসনের উপর মহলে আত্নীয় পর্যায়ের বড় কর্মকর্তার জোরে এধরনের কাজ করতে পারে বলেও মন্তব্য করছেন কেউকেউ।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী সন্ত্রাসীদের না ধরে নিরীহ লোকদের এভাবে হয়রাণী করছেন যা নিয়ে এলাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে জানতে দেওয়ানগঞ্জ মডেল থানার তদন্ত ওসি আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওয়ারেন্টের আসামী ধরে আনা হয়েছিলো এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে।