খুলনা অফিস:
বদলির আদেশ হবার পরও স্বপদে তবিয়তে আছেন স্থানীয় সরকার খুলনা (ডিডিএলজি) কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিডিএলজি কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলীকে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।
খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার পদে বদলি করার চার মাস অতিবাহিত হলেও বর্তমান কর্মস্থল স্থানীয় সরকার খুলনা (ডিডিএলজি)তেই রয়েছেন তিনি। সরকারি আদেশ অমান্য করে আগের স্থানে থাকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। বদলি হওয়ার চার মাস অতিবাহিত হওয়ার পরেও কেনো এবং কোন শক্তির বলে এখন স্থানীয় সরকার খুলনা (ডিডিএলজি) তেই রয়ে গেছেন ইউসুফ আলী ?
গুঞ্জন রয়েছে বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে শেখ পরিবারের সাথে সুসম্পর্ক থাকায় আওয়ামী পরিবারের প্রভাব বিস্তার করে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের দুই পদে ৭ বছর পার করেছেন মোহাম্মদ ইউসুপ আলী।
তবে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতনের পরেই ডিডিএলজি কর্মকর্তা ইউসুপকে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার পদে পদায়ন করা হয়।
অন্যদিকে জনবল সংকট থাকায় বদলিকৃত কর্মকর্তা যোগ না দেওয়ার কারণে দাপ্তরিক কাজ কর্মে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসের এক কর্মকর্তা।
জানাগেছে, জনাব ইউসুপ এবং তার স্ত্রী একই জেলায় দীর্ঘসময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন যা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
এ বিষয়ে উপ-সচিব মোহাম্মদ ইউসুপ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে জেলা প্রশাসক খুলনা ছাড়পত্র দেন নাই, বিধায় আমি এখনও যোগাদান করতে পারি নাই, খুব শীগ্রই নতুন কর্মস্থলে যোগাদান করবো।
অন্য দিকে এবিষয়ে পরিচালক ভুমি রেকর্ড জনাব মমিনুর রশীদের সাথে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি জানান, আমরা ইতিমধ্যে উপ সচিব ইউসুফের স্থানে মিজ ঝুমুর বালাকে (নং -০৫.০০.০০০০.১৪০.১৯.০০৪.১৯-১৬৯) খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার পদে (১১ মার্চ ২০২৫) পদায়ন করা হয়েছে।
মোহাম্মদ ইউসুপ এবং তার স্ত্রীকে নিয়ে যেসব অভিযোগ রয়েছে তা অনুসন্ধান চলমান রয়েছে। পরের পর্বে বিস্তারিত সংবাদ প্রকাশ হবে।