মাসুদ রানা, নারায়নগঞ্জ:
অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সর্বমহল থেকে প্রশংসিত হচ্ছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ। তিনি কর্মে যোগদানের পর থেকে সাধারণ মানুষকে হয়রানি করা কমেছে বলে বলছে স্থানীয়রা। একই সাথে কমেছে সংশ্লিষ্ঠ এলাকায় বিভিন্ন চাঁদাবাজী এবং ডাম্পিং করে লাখ লাখ টাকা বাণিজ্য করা। ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের নির্দেশে উক্ত থানার অন্যান্য পুলিশ রাস্তায় সঠিক ও আন্তরিকভাবে দায়িত্বপালন করে চলেছেন। ফলে সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে কমেছে ভোগান্তি ও হয়রাণী।
অন্যদিকে কাঁচপুর এলাকার আশপাশ দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে ক্রমবর্ধমাণ অপকর্ম সংক্রান্ত যে াভিযোগ ছিলো তা কমতে শুরু করেছে ব্যাপক হারে । ছিনতাই, জুয়া, চাঁদাবাজি, অবৈধ সিএনজি, লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক প্রভৃতি বাহন মহাসড়কে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলতে পারছে না। এর আগে এসব যানবাহন উল্টো ভাবে চলার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে থাকতো। ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ দায়িত্ব পালনের পর থেকে শৃংখলা ফিরে আসতে শুরু করছে রাস্তা পরিবহন ক্ষেত্রে। ফলে কমতে শুরু করছে নানা দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কে শৃখলা ফেরাতে ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের নির্দেশে আন্তরিকভাবে কাজ করছেন কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ। ফলে ক্রমে পরিবহন মালিক ও শ্রমিকদেরও উক্ত থানা পুলিশ নিয়ে অভিযোগ কমতে শুরু করেছে।
খোঁজ নিয়ে জানাগেছে, স্বর্থে ব্যাঘাত ঘটা একটি মহল কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ এর সাফল্যে ও প্রসংশনীয় কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে তাঁর সম্পর্কে ভুলভাল ও গোজামিল তথ্য দিয়ে সংবাদ প্রচার ও অপতথ্য প্রচার করছে। বিষয়টি নিয়ে কাঁচপুর হাইওয়ে থানার আশপাশের এলাকায় গিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, বর্তমান ওসি আসার পর থানা পুলিশ দায়িত্বপালনে খুবই আন্তরিক এবং যখন তখন যেকোনো বিষয়ে তাদের জানানো হলে তারা এসে তাৎক্ষণিক অপরাধ দমনে কাজ করে চলেছে। এ নিয়ে ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি খুবই সচেষ্ট রয়েছি। আমি জনগণের পক্ষে সর্বদা কাজ করে যাচ্ছি এবং সড়কে শৃংখলা রক্ষায় আমি কোনোভাবেই কোনো অপরাধ সংঘঠিত হতে দেবো না। তিনি উক্ত থানা পুলিশের দায়িত্ব পালনে ইতিবাচক প্রচারণার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।