অনলাইন ডেস্ক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) দলটির জ্যেষ্ঠ যুগ মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তারেক রহমান বলেন, বাবুল কাজীর মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন সৎ, সজ্জন ও বিনয়ী মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
তিনি বলেন, আমি বাবুল কাজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল কাজী।