অনলাইন ডেস্ক:
ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলার দাবি করেছে তারা। এর কয়েকদিন আগে তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়েছিলেন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়। একটি ড্রোন ‘খোলা জায়গায়’ পড়েছে বলে জানানো হয়েছে। হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
হুথি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট দুটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল তেল আবিব এবং আশকেলন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুথিদের হুমকির বিষয়ে বলেছেন, আমরা হুথিদের বিরুদ্ধে শক্তি, সংকল্প এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবস্থা নেবো।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। ইসরায়েল অধিকাংশ হামলা প্রতিহত করার দাবি করলেও কয়েকটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে একটি ড্রোন হামলায় তেল আবিবে এক ইসরায়েলি নাগরিক নিহত হন।
অন্যদিকে, হুথিরা লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে নিয়মিতভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাহিনী।
বুধবারের হামলার ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। তবে পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।