অনলাইন ডেস্ক:
বাংলাদেশের জন্য কোরিয়ায় বাণিজ্যের বড় বাজার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ লক্ষ্যে কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান।
তিনি বলেন, ৬০/৭০ এর দশকে বাংলাদেশ ও কোরিয়া অর্থনৈতিকভাবে প্রায় একই মাপের ছিল। সেই কোরিয়া এখন কোথায় চলে গেছে। কোরিয়ার এখন যে মাথাপিছু আয় রয়েছে তা শিগগির জাপানকেও ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, কোরিয়ার সঙ্গে আমাদের যদি ভালো একটা অর্থনৈতিক চুক্তি (অংশীদারত্ব) থাকে, এটি আমাদের জন্য একটি বড় মার্কেট হিসাবে আবির্ভূত হবে। আমরা চাই যে আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, যারা কম খরচে ম্যানুফ্যাকচার করেন তারা যেন কোরিয়াকে একটি বড় মার্কেট হিসেবে পান। সেটার আলোকে কেবিনেটে জানিয়ে দেওয়া হয়েছে কোরিয়ার সঙ্গে নেগোসিয়েশন লঞ্চ হয়েছে।
তিনি বলেন, জাপানের সঙ্গেও বাণিজ্য চুক্তি বিষয়ে তিনবারের বেশি আলোচনা হয়েছে। ২০২৬ সালে আমাদের নিম্নআয়ের দেশ থেকে উত্তরণের কথা রয়েছে। সে কথা বিবেচনায় রেখে কীভাবে বড় মার্কেট পাওয়া যায় সে চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের রপ্তানি এখনও ওয়েস্টার্ন ইউরোপ ও নর্থ আমেরিকাকেন্দ্রিক। এ সরকার চাচ্ছে কোরিয়াসহ নতুন নতুন দেশের মার্কেট কীভাবে এক্সপ্লোর করা যায়।
তিনি আরো বলেন, সাউথ কোরিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। তাছাড়া কোরিয়া খুব কম কমিশনে ঋণ প্রদান করে থাকে বলে তিনি জানান।