দিলীপ গোয়ালা, ময়মনসিংহ
তিনি দীপক মজুমদার। সিটি কর্পোরেশন ময়মনসিংহ খাদ্য স্যানিটেশন কার্যালয়ে আব্বা শশুরকে মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় বউ এর চাকরি দিয়ে কোটি টাকা নয়ছয় করার ফলে জালে আটকা পড়েছেন। এক মহান ব্যাক্তি তিনি দীপক মজুমদার। প্রশ্ন হল কে এই ব্যক্তি সিটি কর্পোরেশনে দীর্ঘদিন চাকরি করার পর একাধিক ছলচাতুরি ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বহাল তবিয়তে রয়েছেন। এদিকে ইন্দ্রজাল মন্ত্র ব্যবহার করেও শেষ রক্ষা তার হলো না। জনতার চাপে, লজ্জা ঢাকতে, অফিস থেকে ফাইল গায়েব করে বর্তমানে হিরো সেজে বসে আছেন। তার চাকরি নিয়ে বহাল তবিয়তে থাকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কে তাকে অপকর্মে শেল্টার দিচ্ছে?
এদিকে স্ত্রীর লজ্জা ঢাকতে অফিসে কোন আলামত রাখেনি! এভাবে ২০১৯ থেকে ২৩ পর্যন্ত করোনা কালীন স্বাস্থ চিকিৎসা সামগ্রী আত্মসাৎ করে গিলে ফেলেছেন প্রায় দেড় কোটি টাকা! জনস্বার্থে ৩৩ টি ওয়ার্ড এ জনগণ করোনা কালীন সুযোগ-সুবিধা সিটি কর্পোরেশন থেকে বঞ্চিত হয়েছে।
এত কিছুর পরে এখনো তিনি পর্দার আড়াল হয়ে কিভাবে টিকে রয়েছে, আর কেইবা এই দীপক মজুমদার? একই কর্মস্থলে এতকিছুর পরও দীর্ঘদিন রানিং রয়েছেন কোন মন্ত্রবলে। এ বিষয়ে ঊর্ধ্বতন মহলে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে দীপক মজুমদারের সাথে যোগাযোগ করলে তিনি সময় দিতে ও কিছু বলতে রাজী হননি। হয়তো বা ধ্যানে বসে জপমালা গুনছেন। আর মনে মনে আওড়াচ্ছেন, -পিপিলিকার পাখা গজায় মরিবার কালে।
- চলবে