সোমবার, জুন ২৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আন্তর্জাতিক প্রজেক্টে শাকিব খান, থাকছেন দুই নায়িকা ও এক হলিউড ভিলেন   * সাতক্ষীরা কুশখালী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নাগরিক   * ভিসি ছাড়া চলছে খুলনার কুয়েট, মেডিকেল ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি   * যান্ত্রিক ত্রুটি, মোবাইল ফোনের টর্চের আলোয় চললো ট্রেন   * ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর দ্বিতীয় দফা হুমকি ট্রাম্পের   * যশোর-ঢাকা রুটে নতুন ট্রেন, জানুয়ারিতে আসছে আধুনিক কোচ   * বিএনপি মহাসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাক্ষাৎ   * মোহাম্মদপুরে সেনা অভিযানে ২ জলদস্যু গ্রেফতার   * খোরামাবাদে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসি কমান্ডারসহ পাঁচজন নিহত   * বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন, অর্থনৈতিক সংস্কারে সহায়তা  

   নগর মহানগর
রাজধানীতে যানজট চরমে
  Date : 21-03-2024
Share Button


অনলাইন ডেস্ক
সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীর অনেক সড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকেই অনেক সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে উপায় না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে ছুটছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে রামপুরা, গুলশান, মতিঝিল, কারওয়ান বাজার, বাংলামোটরসহ অনেক এলাকায় দেখা গেছে গাড়ির দীর্ঘ জট। হঠাৎ গাড়ি চলা শুরু হলেও তার স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না। একটি সিগন্যাল পার হতেই দীর্ঘ সময় লাগছে।পোস্তগোলা থেকে গুলশানে অফিস করেন জামান। বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মী বলেন, নয়টায় অফিস থাকায় প্রতিদিন সকাল সাড়ে সাতটার দিকে বাসা থেকে বের হই। এক ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছাতে পারি। রমজান শুরুর পর থেকেও সঠিক সময়ে অফিসে আসতে তেমন সমস্যা হয়নি। এতদিন যানজট সহনীয় ছিল। কিন্তু আজ সকাল থেকে সড়কে গাড়ির চাপ অনেক বেশি। ফলে গন্তব্যে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে। বারিধারায় অফিস করার জন্য বাসা থেকে বের হয়েছিলেন বেসরকারি চাকরিজীবী মিতু। এফডিসির সড়কে আসার পর দীর্ঘ যানজটে থমকে যায় তার গাড়ি। মতিঝিল, রামপুরা, গুলশান ও বাংলামোটরের অবস্থাও ভয়াবহ। এসব সড়কে অন্যান্য সময় যানজট লেগে থাকে। আজ তা প্রকট আকার ধারণ করেছে। এসব সড়কে গাড়ি নড়ছেই না। রামপুরায় দীর্ঘ সময় বাসে বসে থাকার পর হেঁটেই গন্তব্যে যাওয়ার জন্য বাস থেকে নেমে পড়েন সাকিল আহমেদ। মেরুল বাড্ডা যাওয়ার জন্য আবুল হোটেলের সামনে বাসে উঠেছিলেন তিনি।
সাকিল বলেন, গাড়ি তো দেখি চলছেই না। কতক্ষণ এই রাস্তা পার হব তার ঠিক নেই। মনে হচ্ছে গাড়ি যাওয়ার আগে হেঁটেই আগে পৌঁছতে পারব। তাই বাস থেকে নেমে রওনা হলাম। বেইলি রোড, হেয়ার রোড, মগবাজার এলাকাতেও সকাল থেকে যানজট তীব্র হয়েছে। অফিসার্স ক্লাব থেকে মগবাজারের দিকে যেতে যানজটের কারণে এক জায়গায় ৩০ মিনিটের বেশি থাকতে হয়েছে বলে জানিয়েছেন সামি সরকার।
বুধবার চালু হওয়া এক্সপ্রেসওয়ের নতুন রুটের কারণে সাতরাস্তা, হাতিরঝিলের দিকেও যানবাহনের চাপ বেড়েছে। ফলে সকাল থেকে তীব্র যানজট হয়েছে এই এলাকায়।

 



  
  সর্বশেষ
আন্তর্জাতিক প্রজেক্টে শাকিব খান, থাকছেন দুই নায়িকা ও এক হলিউড ভিলেন
সাতক্ষীরা কুশখালী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নাগরিক
ভিসি ছাড়া চলছে খুলনার কুয়েট, মেডিকেল ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর দ্বিতীয় দফা হুমকি ট্রাম্পের

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com