রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এসবিএসি ব্যাংকের হাইব্রিড এজিএম, বিএসইসি ও বি.বি’র বিপরীত অবস্থান   * একীভূত হতে চায় না গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি   * "তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"   * পুতিনের অপেক্ষায় ১৪০ কোটি ভারতীয়   * নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত   * অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ১০তলা অট্টালিকার মালিক, খোকনের হাতে আলাদিনের চেরাগ।   * বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি   * বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ   * খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার   * তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি  

   নগর মহানগর
ক্রেতাশূন্য বাজারে সবজির দাম বেড়েছে খুলনায়
  Date : 15-06-2025
Share Button

খুলনা ডেস্ক:

খুলনার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেল, সবজির দাম বেড়েছে, অথচ বাজারে ক্রেতার উপস্থিতি কম। ঈদের পর দীর্ঘ ছুটির কারণে অনেকেই শহরের বাইরে থাকায় বাজারে জমজমাট পরিবেশ নেই। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বিক্রি প্রায় ছিল না বললেই চলে। এমনকি অনেকে সবজিও তোলেননি দোকানে। তবে ধীরে ধীরে বেচাকেনা বাড়বে বলে আশাবাদী তারা।

রবিবার রূপসা, গল্লামারি, শিরোমনি, খালিশপুর ও নতুন বাজারে গিয়ে দেখা গেছে, বেগুন ৩০-৪০, ঢ্যাঁড়স ৩০, পটোল ৪০, করলা ৬০-৭০, লাউ ৪০-৫০, লাল শাক ৩০, পুঁই শাক ৪০, কাঁচামরিচ ১০০-১২০, আলু ৩০-৩৫, মিষ্টিকুমড়া ৪০, কাঁচকলা হালি ২৫, শসা ১০০, পেঁয়াজ ৬০-৭০ এবং রসুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির দামে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার ১৫০-১৬০, সোনালি ২৭০-২৮০ এবং লেয়ার ২৫০-২৭০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই ২৫০-৩০০, টেংরা ৪০০-৫০০, পাবদা ৩৫০-৪০০, চিংড়ি ৫০০-৬০০, ছোট মাছ ২৫০-৩৫০, তেলাপিয়া ১৫০-১৬০, ভেটকি ৪০০-৫০০, দেশি কই ১৫০ এবং পাঙাস ১৩০-১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

শিরোমনি বাজারের বিক্রেতা হামিদ মিয়া জানান, গত সপ্তাহে দুবেলা দোকান খুলেও তিন-চারশ টাকার বেশি বিক্রি হয়নি। আজ কিছুটা বিক্রি হচ্ছে। গল্লামারির বিক্রেতা সবুজ মোল্লা বললেন, ঈদের সময় দাম কম ছিল, কিন্তু এখন সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।

নতুন বাজারের মুরগি বিক্রেতা ফরিদ মিয়া জানান, ঈদের আগে দাম কমলেও এবার চাহিদা কম, তাই বেচাকেনা কমে গেছে। মাছ বিক্রেতা রফিক জানালেন, গত দুই সপ্তাহ মাছ বিক্রি হয়নি বললেই চলে, কারণ হোটেল বন্ধ আর মানুষ গ্রামে থাকায় মাছের চাহিদা কমে গেছে।

বাজার করতে আসা ক্রেতা শাহরিয়ার ইসলাম বলেন, বাজারে তাজা সবজি কম, দাম একটু বাড়তি মনে হচ্ছে। শারমিন আক্তার বলেন, ছুটিতে শহরেই ছিলেন, আগের চেয়ে শাকসবজির দাম বেড়েছে, তবে আজ কিছুটা তাজা সবজি পাওয়া যাচ্ছে।

সবমিলিয়ে, খুলনায় বাজারে কোলাহল নেই, তবে দাম বেশ কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের আশা, ছুটি শেষে আবারও স্বাভাবিক হবে কেনাবেচা।



  
  সর্বশেষ
"তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"
নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত
বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com