স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী মাদ্রাসা মাঠে ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বেগম জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১০ দফা দাবীতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী মুন্সী, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, মোঃ হারেছ ফকির, কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর ইয়াদ, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক ডাঃ ফারুক হোসেন, চরযশোরদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা, যুবদল নেতা, জাহিদ হোসেন অনিক, জাহিদ হোসেন জাহিদ, মোরাদ হোসেন তালুকদার প্রমুখ। দেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি সরকার গঠন করবে। প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, রাষ্ট্র নায়ক হবে তারেক রহমান কিংবা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরো বলেন সত্যিই এবার আওয়ামীলীগের সাথে খেলা হবে।
তারেক রহমানকে দেশে আনবো ও খালেদা জিয়াকে মুক্ত করবো।কর্মী সভা শেষে হিয়াবলদি দারুসসালাম ইসলামীয়া মাদ্রাসা এতিমখানায় ৫০ হাজার টাকা নগদ দেন।